শিরোনাম :
গ্রেপ্তারের সময় পুলিশের নেমপ্লেট ও আইডি কার্ড বাধ্যতামূলক

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৭:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / 9
কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের সময় যে পুলিশ সদস্য তাকে গ্রেফতার করছে তার আইডি কার্ড ও নামের নেমপ্লেট বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারের ১২ ঘন্টার মধ্যে তার পরিবারের সদস্যদের তথ্যটি জানাতে হবে। এমন বিধান রেখে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধন করছে সরকার।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিআরপিসি সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব তথ্য জানান।