১১:১৬ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে আগারগাঁওয়ে বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের সাতজন ডিজিটাল গ্রিন কার্ডে মিলবে মালয়েশিয়ার নির্মাণশ্রমিকদের বেতন ঢাকায় জোবাইদা রহমান, বেগম জিয়ার সর্বশেষ অবস্থা ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪

কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন: আসিফ নজরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 227

ছবি সংগৃহীত

 

 

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের সময়? জাস্ট ওয়েট করুন, কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আপনারা আমাদের উদ্যোগ জানতে চাচ্ছেন? আমাদের এমন কোনো উদ্যোগ নেই যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন? আমি যখন ক্লাসে যেতাম, ছাত্রদের জিজ্ঞেস করতাম-‘তোমাদের মধ্যে কে ভোট দিয়েছো?’ তখন ওরা হাসত। কেউ বলত, স্যার ১০-১২টা ভোট দিয়েছি। কিন্তু ৯০ শতাংশই বলত, তারা ভোটই দেয়নি। সেই দুঃখ এবার ঘুচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।

আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের সময় তো বললাম, জাস্ট ওয়েট করুন। কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।

জিজ্ঞেস করা হয়, “সামনের নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে তো? জবাবে আসিফ নজরুল বলেন, “অবশ্যই পারবে। সবাই ভোট দিতে পারবে।

২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলেন, ওই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি এতে দ্বিমত পোষণ করি। ২০০৮-এর নির্বাচন নিয়েও প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে। আপনারা সাংবাদিকরা অনুসন্ধান করলে অনেক ভয়াবহ তথ্য পাবেন সে নির্বাচন নিয়ে।

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনী কার্যক্রম নির্বাচন কমিশন পরিচালনা করবে। আমি শুধু সরকারের ‘নিয়ত’ বা সদিচ্ছার কথা বলতে পারি। আমাদের লক্ষ্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়া। এটা প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস আমাদের সবসময় বলেন।

নিউজটি শেয়ার করুন

কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন: আসিফ নজরুল

আপডেট সময় ০৭:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

 

 

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের সময়? জাস্ট ওয়েট করুন, কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আপনারা আমাদের উদ্যোগ জানতে চাচ্ছেন? আমাদের এমন কোনো উদ্যোগ নেই যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন? আমি যখন ক্লাসে যেতাম, ছাত্রদের জিজ্ঞেস করতাম-‘তোমাদের মধ্যে কে ভোট দিয়েছো?’ তখন ওরা হাসত। কেউ বলত, স্যার ১০-১২টা ভোট দিয়েছি। কিন্তু ৯০ শতাংশই বলত, তারা ভোটই দেয়নি। সেই দুঃখ এবার ঘুচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।

আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের সময় তো বললাম, জাস্ট ওয়েট করুন। কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।

জিজ্ঞেস করা হয়, “সামনের নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে তো? জবাবে আসিফ নজরুল বলেন, “অবশ্যই পারবে। সবাই ভোট দিতে পারবে।

২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলেন, ওই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি এতে দ্বিমত পোষণ করি। ২০০৮-এর নির্বাচন নিয়েও প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে। আপনারা সাংবাদিকরা অনুসন্ধান করলে অনেক ভয়াবহ তথ্য পাবেন সে নির্বাচন নিয়ে।

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনী কার্যক্রম নির্বাচন কমিশন পরিচালনা করবে। আমি শুধু সরকারের ‘নিয়ত’ বা সদিচ্ছার কথা বলতে পারি। আমাদের লক্ষ্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়া। এটা প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস আমাদের সবসময় বলেন।