০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

বঙ্গোপসাগরের লঘুচাপে উপকূলে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 135

ছবি সংগৃহীত

 

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ভারতের পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। এ কারণে আবহাওয়া অধিদপ্তর গতকাল রোববার দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে, যা আজ সোমবারও কার্যকর রয়েছে।

এদিকে দেশের সাত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এসব অঞ্চলে ঘণ্টায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। আজ দুপুর একটার মধ্যে এসব এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

লঘুচাপের প্রভাবে গতকাল থেকেই উপকূলীয় জেলাগুলোয় বৃষ্টির প্রবণতা বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে, যেখানে ১৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের ১৫টি আবহাওয়া স্টেশনের মধ্যে ১৩টিতে, খুলনার সাতটির মধ্যে পাঁচটিতে এবং বরিশালের চারটি স্টেশনের সবকটিতেই গতকাল পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বরিশালে সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আজও দেশের বিভিন্ন স্থানে ছেঁড়া ছেঁড়া বৃষ্টি হতে পারে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাজধানীতেও সামান্য বৃষ্টি হতে পারে বলে তিনি জানান।

গত জুন মাসে দেশে প্রায় ২০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। চলতি জুলাই মাসের শুরু থেকে উপকূলীয় জেলাগুলোতে কিছুটা বৃষ্টি হলেও দেশের অন্য অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম। এর কারণ প্রসঙ্গে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, মেঘমালা উপকূলীয় এলাকায় আটকে থাকছে এবং বাতাসের গতিবেগের কারণে তা দেশের মধ্যাঞ্চল বা উত্তর-পূর্বাঞ্চলে পৌঁছাচ্ছে না।

এদিকে আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। কোথাও কোথাও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। গতকাল রাজধানীতে মাত্র ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আজও রাজধানীতে হালকা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরের লঘুচাপে উপকূলে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

আপডেট সময় ০১:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ভারতের পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। এ কারণে আবহাওয়া অধিদপ্তর গতকাল রোববার দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে, যা আজ সোমবারও কার্যকর রয়েছে।

এদিকে দেশের সাত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এসব অঞ্চলে ঘণ্টায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। আজ দুপুর একটার মধ্যে এসব এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

লঘুচাপের প্রভাবে গতকাল থেকেই উপকূলীয় জেলাগুলোয় বৃষ্টির প্রবণতা বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে, যেখানে ১৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের ১৫টি আবহাওয়া স্টেশনের মধ্যে ১৩টিতে, খুলনার সাতটির মধ্যে পাঁচটিতে এবং বরিশালের চারটি স্টেশনের সবকটিতেই গতকাল পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বরিশালে সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আজও দেশের বিভিন্ন স্থানে ছেঁড়া ছেঁড়া বৃষ্টি হতে পারে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাজধানীতেও সামান্য বৃষ্টি হতে পারে বলে তিনি জানান।

গত জুন মাসে দেশে প্রায় ২০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। চলতি জুলাই মাসের শুরু থেকে উপকূলীয় জেলাগুলোতে কিছুটা বৃষ্টি হলেও দেশের অন্য অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম। এর কারণ প্রসঙ্গে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, মেঘমালা উপকূলীয় এলাকায় আটকে থাকছে এবং বাতাসের গতিবেগের কারণে তা দেশের মধ্যাঞ্চল বা উত্তর-পূর্বাঞ্চলে পৌঁছাচ্ছে না।

এদিকে আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। কোথাও কোথাও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। গতকাল রাজধানীতে মাত্র ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আজও রাজধানীতে হালকা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।