জাতীয়
সুইজারল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
সুইজারল্যান্ড সফর শেষে আজ শনিবার (২৫ জানুয়ারি) দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় অংশ নিতে তিনি গত সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে দেশ ছেড়েছিলেন।
সফরকালে ড. ইউনূস ছিলেন অত্যন্ত ব্যস্ত। চার দিনের এই সফরে তিনি প্রায় ৫০টি বৈঠকে অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। এছাড়া ডব্লিউইএফ-এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণ করেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সুইজারল্যান্ডে পৌঁছানোর পর জুরিখ বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম। এরপর থেকে প্রতিদিনই বৈঠক, আলোচনাসভা ও গণমাধ্যমের বিভিন্ন আয়োজনে যোগ দেন তিনি।
এই সফরে ড. ইউনূস বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা এবং সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
আজ বিকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।