ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এলজিইডিতে দুদকের অভিযান, ১ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ শিক্ষকদের অনাস্থায় কুয়েট উপাচার্যের পদত্যাগ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান যুদ্ধজাহাজ উদ্বোধনে বড় দুর্ঘটনা, ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বললেন কিম জং উন বিচারপতি দিলীরুজ্জামানকে অপসারণ করলেন রাষ্ট্রপতি দুদক কর্তৃক কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের রায় সংগ্রহের প্রচেষ্টা। সাবেক সংসদ সদস্য মমতাজের ৬ দিনের রিমান্ডে মঞ্জুর আজ থেকে শুরু ঈদযাত্রার দ্বিতীয় দিনের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি ফেনী সীমান্তে বিএসএফ-এর পুশইন, ৬ পরিবারের ২৭ জন আটক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সন্ত্রাসী হামলা, আহত একাধিক সাংবাদিক

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা নিহত, সন্ত্রাসী হামলার আশঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

ওয়াশিংটন ডিসির একটি ইহুদি জাদুঘরের বাইরে গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। একজন পুরুষ ও একজন নারী এই হামলায় প্রাণ হারান বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। ঘটনার সময় তারা ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বেরিয়ে আসছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে এফ স্ট্রিটস এনডব্লিউ এলাকার কাছে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এটি এমন একটি এলাকা যেখানে অসংখ্য পর্যটন কেন্দ্র, জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে এমনকি এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসও এখানেই অবস্থিত।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইসরায়েলি দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঘটনার পরপরই মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী নোয়েম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, “আমরা সক্রিয়ভাবে এই ঘটনার তদন্ত করছি এবং সব ধরনের তথ্য সংগ্রহে কাজ করছি। ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা এই বিকৃত অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনব।”

ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন এ ঘটনাকে ‘ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদের একটি জঘন্য কাজ’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “এই হামলার মাধ্যমে কূটনীতিক ও ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে একটি লাল রেখা অতিক্রম করা হয়েছে। আমরা বিশ্বাস করি, মার্কিন প্রশাসন এই অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”

ওই ঘটনার পরপরই পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়ে ব্যাপক অভিযান শুরু করে। সন্দেহভাজন হামলাকারী একজন পুরুষ, যিনি নীল জিন্স ও নীল জ্যাকেট পরা ছিলেন বলে বিবিসির অংশীদার সিবিএস জানিয়েছে। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।

এদিকে ক্যাপিটাল ইহুদি জাদুঘরের নির্বাহী পরিচালক বিট্রিস গুরউইটজ এনবিসি নিউজকে বলেন, “শহরজুড়ে এবং দেশের বিভিন্ন জায়গায় ইহুদি প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।”

এই হামলা এমন এক সময়ে ঘটলো যখন যুক্তরাষ্ট্রজুড়ে ইহুদি বিদ্বেষের ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও নিরাপত্তা বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা নিহত, সন্ত্রাসী হামলার আশঙ্কা

আপডেট সময় ১১:১৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

 

ওয়াশিংটন ডিসির একটি ইহুদি জাদুঘরের বাইরে গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। একজন পুরুষ ও একজন নারী এই হামলায় প্রাণ হারান বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। ঘটনার সময় তারা ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বেরিয়ে আসছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে এফ স্ট্রিটস এনডব্লিউ এলাকার কাছে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এটি এমন একটি এলাকা যেখানে অসংখ্য পর্যটন কেন্দ্র, জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে এমনকি এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসও এখানেই অবস্থিত।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইসরায়েলি দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঘটনার পরপরই মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী নোয়েম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, “আমরা সক্রিয়ভাবে এই ঘটনার তদন্ত করছি এবং সব ধরনের তথ্য সংগ্রহে কাজ করছি। ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা এই বিকৃত অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনব।”

ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন এ ঘটনাকে ‘ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদের একটি জঘন্য কাজ’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “এই হামলার মাধ্যমে কূটনীতিক ও ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে একটি লাল রেখা অতিক্রম করা হয়েছে। আমরা বিশ্বাস করি, মার্কিন প্রশাসন এই অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”

ওই ঘটনার পরপরই পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়ে ব্যাপক অভিযান শুরু করে। সন্দেহভাজন হামলাকারী একজন পুরুষ, যিনি নীল জিন্স ও নীল জ্যাকেট পরা ছিলেন বলে বিবিসির অংশীদার সিবিএস জানিয়েছে। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।

এদিকে ক্যাপিটাল ইহুদি জাদুঘরের নির্বাহী পরিচালক বিট্রিস গুরউইটজ এনবিসি নিউজকে বলেন, “শহরজুড়ে এবং দেশের বিভিন্ন জায়গায় ইহুদি প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।”

এই হামলা এমন এক সময়ে ঘটলো যখন যুক্তরাষ্ট্রজুড়ে ইহুদি বিদ্বেষের ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও নিরাপত্তা বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি