ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালের কাঠমান্ডুতে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিশাল মিছিল, রাজনীতির প্রতি হতাশ জনতা শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েও আশা ছাড়ছে না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণ মামলার নিষ্পত্তির দাবি, ন্যায়বিচারের দাবিতে তীব্র প্রতিবাদ কারা অধিদপ্তরে শৃঙ্খলা ভঙ্গের কঠোর শাস্তি: চাকরিচ্যুত ১২, বরখাস্ত ৮৪ কর্মকর্তা পাচার হওয়া টাকা ফেরাতে নতুন আইন আসছে শিগগিরই: প্রেস সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২১.৪০ বিলিয়ন ডলার- রেমিট্যান্স প্রবাহ অব্যাহত, অর্থনীতিতে স্বস্তি মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন: ফায়ার সার্ভিসের তড়িৎ অভিযানে নিয়ন্ত্রণ রাঙামাটিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ: ৫ দফা দাবিতে উত্তাল প্রতিবাদ সমাবেশ ডিসেম্বরে জাতীয় নির্বাচন: প্রস্তুতিতে ব্যস্ত, নির্বাচনী সূচি অটল রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন মার্কিন বাণিজ্য যুদ্ধে জয়ের অঙ্গীকার কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির

পাকিস্তান, চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়েও ফাইনালে কেন অনুপস্থিত? অবাক শোয়েব আখতার

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৩-এর আয়োজক দেশ ছিল পাকিস্তান। তবে, ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে, যেখানে ভারত নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে শিরোপা জিতে নেয়। স্বাগতিক দেশের জন্য এ একটি হতাশাজনক মুহূর্ত, কারণ তারা ফাইনাল আয়োজন করতে পারেনি।

এছাড়া, বিষয়টি আরও বিস্ময়কর যে, পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো সদস্য উপস্থিত ছিলেন না। এই পরিস্থিতি নিয়ে বিস্মিত হয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। আয়োজক দেশ হিসেবে পিসিবির সদস্যরা কেন ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন না, তা তিনি বোধগম্য বলে মনে করেননি।

শোয়েব আখতার তার সামাজিক মাধ্যম পেইজে এ বিষয়ে মন্তব্য করেন। তিনি লিখেছেন, “আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ভারত জিতে নিয়েছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্য পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিল না। পাকিস্তান তো চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ ছিল। কিন্তু তাদের কোনো সদস্য সেখানে ছিল না, এটা একেবারে অদ্ভুত।”

শোয়েব আরও বলেছেন, “আমি পুরো বিষয়টা বুঝতে পারছি না। আয়োজক দেশ হয়ে, কেউ কী প্রতিনিধি হিসেবে মঞ্চে উপস্থিত হতে পারবে না? ট্রফি দেওয়ার জন্য কেউ আসেনি, এটা একেবারে অদ্ভুত। আমি সত্যিই এটা বুঝতে পারছি না। এটাই তো আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চ, এখানে তাদের উপস্থিতি প্রয়োজন ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, পিসিবির কোনো সদস্যকে আমি সেখানে দেখতে পেলাম না।”

পরবর্তীতে, ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায়, পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ উপস্থিত ছিলেন। তবে, তাঁকে পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হয়নি।

এ ঘটনা ক্রিকেট বিশ্বে প্রশ্নের উদ্রেক করেছে। আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের এমন অনুপস্থিতি নিয়ে আলোচনা এখন গড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
৫১০ বার পড়া হয়েছে

পাকিস্তান, চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়েও ফাইনালে কেন অনুপস্থিত? অবাক শোয়েব আখতার

আপডেট সময় ০২:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

 

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৩-এর আয়োজক দেশ ছিল পাকিস্তান। তবে, ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে, যেখানে ভারত নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে শিরোপা জিতে নেয়। স্বাগতিক দেশের জন্য এ একটি হতাশাজনক মুহূর্ত, কারণ তারা ফাইনাল আয়োজন করতে পারেনি।

এছাড়া, বিষয়টি আরও বিস্ময়কর যে, পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো সদস্য উপস্থিত ছিলেন না। এই পরিস্থিতি নিয়ে বিস্মিত হয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। আয়োজক দেশ হিসেবে পিসিবির সদস্যরা কেন ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন না, তা তিনি বোধগম্য বলে মনে করেননি।

শোয়েব আখতার তার সামাজিক মাধ্যম পেইজে এ বিষয়ে মন্তব্য করেন। তিনি লিখেছেন, “আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ভারত জিতে নিয়েছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্য পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিল না। পাকিস্তান তো চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ ছিল। কিন্তু তাদের কোনো সদস্য সেখানে ছিল না, এটা একেবারে অদ্ভুত।”

শোয়েব আরও বলেছেন, “আমি পুরো বিষয়টা বুঝতে পারছি না। আয়োজক দেশ হয়ে, কেউ কী প্রতিনিধি হিসেবে মঞ্চে উপস্থিত হতে পারবে না? ট্রফি দেওয়ার জন্য কেউ আসেনি, এটা একেবারে অদ্ভুত। আমি সত্যিই এটা বুঝতে পারছি না। এটাই তো আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চ, এখানে তাদের উপস্থিতি প্রয়োজন ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, পিসিবির কোনো সদস্যকে আমি সেখানে দেখতে পেলাম না।”

পরবর্তীতে, ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায়, পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ উপস্থিত ছিলেন। তবে, তাঁকে পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হয়নি।

এ ঘটনা ক্রিকেট বিশ্বে প্রশ্নের উদ্রেক করেছে। আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের এমন অনুপস্থিতি নিয়ে আলোচনা এখন গড়িয়েছে।