ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

পাকিস্তান, চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়েও ফাইনালে কেন অনুপস্থিত? অবাক শোয়েব আখতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 27

ছবি: সংগৃহীত

 

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৩-এর আয়োজক দেশ ছিল পাকিস্তান। তবে, ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে, যেখানে ভারত নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে শিরোপা জিতে নেয়। স্বাগতিক দেশের জন্য এ একটি হতাশাজনক মুহূর্ত, কারণ তারা ফাইনাল আয়োজন করতে পারেনি।

এছাড়া, বিষয়টি আরও বিস্ময়কর যে, পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো সদস্য উপস্থিত ছিলেন না। এই পরিস্থিতি নিয়ে বিস্মিত হয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। আয়োজক দেশ হিসেবে পিসিবির সদস্যরা কেন ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন না, তা তিনি বোধগম্য বলে মনে করেননি।

শোয়েব আখতার তার সামাজিক মাধ্যম পেইজে এ বিষয়ে মন্তব্য করেন। তিনি লিখেছেন, “আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ভারত জিতে নিয়েছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্য পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিল না। পাকিস্তান তো চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ ছিল। কিন্তু তাদের কোনো সদস্য সেখানে ছিল না, এটা একেবারে অদ্ভুত।”

শোয়েব আরও বলেছেন, “আমি পুরো বিষয়টা বুঝতে পারছি না। আয়োজক দেশ হয়ে, কেউ কী প্রতিনিধি হিসেবে মঞ্চে উপস্থিত হতে পারবে না? ট্রফি দেওয়ার জন্য কেউ আসেনি, এটা একেবারে অদ্ভুত। আমি সত্যিই এটা বুঝতে পারছি না। এটাই তো আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চ, এখানে তাদের উপস্থিতি প্রয়োজন ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, পিসিবির কোনো সদস্যকে আমি সেখানে দেখতে পেলাম না।”

পরবর্তীতে, ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায়, পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ উপস্থিত ছিলেন। তবে, তাঁকে পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হয়নি।

এ ঘটনা ক্রিকেট বিশ্বে প্রশ্নের উদ্রেক করেছে। আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের এমন অনুপস্থিতি নিয়ে আলোচনা এখন গড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তান, চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়েও ফাইনালে কেন অনুপস্থিত? অবাক শোয়েব আখতার

আপডেট সময় ০২:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

 

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৩-এর আয়োজক দেশ ছিল পাকিস্তান। তবে, ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে, যেখানে ভারত নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে শিরোপা জিতে নেয়। স্বাগতিক দেশের জন্য এ একটি হতাশাজনক মুহূর্ত, কারণ তারা ফাইনাল আয়োজন করতে পারেনি।

এছাড়া, বিষয়টি আরও বিস্ময়কর যে, পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো সদস্য উপস্থিত ছিলেন না। এই পরিস্থিতি নিয়ে বিস্মিত হয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। আয়োজক দেশ হিসেবে পিসিবির সদস্যরা কেন ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন না, তা তিনি বোধগম্য বলে মনে করেননি।

শোয়েব আখতার তার সামাজিক মাধ্যম পেইজে এ বিষয়ে মন্তব্য করেন। তিনি লিখেছেন, “আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ভারত জিতে নিয়েছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্য পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিল না। পাকিস্তান তো চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ ছিল। কিন্তু তাদের কোনো সদস্য সেখানে ছিল না, এটা একেবারে অদ্ভুত।”

শোয়েব আরও বলেছেন, “আমি পুরো বিষয়টা বুঝতে পারছি না। আয়োজক দেশ হয়ে, কেউ কী প্রতিনিধি হিসেবে মঞ্চে উপস্থিত হতে পারবে না? ট্রফি দেওয়ার জন্য কেউ আসেনি, এটা একেবারে অদ্ভুত। আমি সত্যিই এটা বুঝতে পারছি না। এটাই তো আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চ, এখানে তাদের উপস্থিতি প্রয়োজন ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, পিসিবির কোনো সদস্যকে আমি সেখানে দেখতে পেলাম না।”

পরবর্তীতে, ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায়, পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ উপস্থিত ছিলেন। তবে, তাঁকে পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হয়নি।

এ ঘটনা ক্রিকেট বিশ্বে প্রশ্নের উদ্রেক করেছে। আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের এমন অনুপস্থিতি নিয়ে আলোচনা এখন গড়িয়েছে।