সব ক্রিকেট বোর্ডকে আইপিএল বর্জনের আহ্বান দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম
চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানে দল পাঠায়নি, বরং হাইব্রিড মডেলের আওতায় নিজেদের সব ম্যাচ খেলছে দুবাইতে। ভারতের জন্য নির্দিষ্ট একক ভেন্যুর এই সুবিধাকে অনৈতিক বলে আখ্যা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও মাইক আথারটন। এবার তাদের সুরে সুর মিলিয়ে বিসিসিআইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে অন্যান্য ক্রিকেট বোর্ডগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।
এক পাকিস্তানি টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, “শীর্ষ খেলোয়াড়রা আইপিএলে অংশ নেয়, কিন্তু ভারতীয় খেলোয়াড়রা অন্য লিগে খেলে না। তাহলে কেন অন্য বোর্ডগুলো তাদের খেলোয়াড়দের আইপিএলে পাঠাবে? বিসিসিআই যদি নিজেদের খেলোয়াড়দের অন্য লিগে খেলতে না দেয়, তাহলে অন্যান্য বোর্ডগুলোরও একটা অবস্থান নেওয়া উচিত।”
এই বিতর্ক আরও জোরালো হয়েছে যখন ভারত বাদে অন্য সাতটি দলকে এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে ভ্রমণ করতে হচ্ছে, যেখানে ভারত নিশ্চিন্তে দুবাইতেই অবস্থান করছে। এমনকি আয়োজক দেশ পাকিস্তানও ভারত ম্যাচের জন্য দুবাই যেতে বাধ্য হয়েছে।
ভারতের সুবিধাজনক অবস্থান নিয়ে নতুন করে সমালোচনা ছড়ায় যখন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা তাদের সেমিফাইনালের প্রস্তুতির জন্য দুবাই উড়ে যায়। ভারত যদি নিউজিল্যান্ডকে হারায়, তাহলে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলবে। আর হারলে প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা। ফলে যে দল ভারতের মুখোমুখি হবে না, তাদের ফিরে যেতে হবে পাকিস্তানে।
বিশেষ সুবিধা পাওয়ার এই অভিযোগের কারণে আইপিএল বয়কটের দাবি আরও জোরালো হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, অন্য ক্রিকেট বোর্ডগুলো ইনজামামের আহ্বানে সাড়া দেয় কি না!