ফিট থাকতে বার্সেলোনায় ফেরার ইচ্ছা প্রকাশ মেসির!
আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেওয়া লিওনেল মেসি তার ফুটবল জীবনের স্বর্ণযুগ কাটিয়েছেন বার্সেলোনার জার্সিতে। কাতালান এই ক্লাবকে শিরোপার পর শিরোপা এনে দেওয়া মেসি যেন ন্যু ক্যাম্পের মাটিতেই ফুটবল-জাদুকরের সংজ্ঞা তৈরি করেছিলেন। যদিও বার্সার সঙ্গে পথচলার ইতি টেনে তিনি পাড়ি জমিয়েছেন পিএসজি হয়ে এখন ইন্টার মিয়ামিতে। তবে বার্সেলোনার প্রতি মেসির ভালোবাসা আজও অটুট।
বিদায়ের সময়ই মেসি জানিয়েছিলেন, একদিন প্রিয় ক্লাবে ফিরতে চান। বার্সেলোনাও বরাবরই বলেছে, মেসির জন্য তাদের দরজা সবসময় খোলা। এবার সেই আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নিতে পারে। ইউরোপীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ বছরের শেষ দিকে মেসি বার্সেলোনায় যোগ দিতে পারেন। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বার্সায় ফিরেই নিজেকে আরও প্রস্তুত করতে চান কাতারের বিশ্বকাপজয়ী এই তারকা।
ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে চলতি বছরের শেষের দিকে। যদিও চুক্তি নবায়নের সুযোগ থাকলেও বার্সায় ধারে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডেভিড বেকহ্যামের ক্লাবটি মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেবে বলেও জানা গেছে। তবে সেই চুক্তিতে বার্সার সঙ্গে ধারে খেলার সুযোগ রাখা হতে পারে।
মেসির বার্সায় ফেরা কেবল ক্লাবের জন্যই নয়, ফুটবলপ্রেমীদের জন্যও দারুণ এক আবেগঘন অধ্যায় হতে চলেছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত মেসির হাতে, তবে তার প্রতি বার্সা এবং ভক্তদের টান এই অধ্যায়কে বিশেষ করে তুলেছে। এখন অপেক্ষা, ফুটবল বিশ্বের এই সম্ভাব্য ঐতিহাসিক মেলবন্ধনের।