০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
শিরোনাম :
গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার পানি ব্যবস্থাপনা নিয়ে ইরাক–তুরস্ক সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০ অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক এমবাপ্পের পেনাল্টি মিস দেখেই হার্ট অ্যাটাকে রিয়াল সমর্থকের মৃত্যু জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত

ইউরোপীয় ফুটবলে ইতিহাস গড়ল চেলসি: পাঁচ ট্রফির অনন্য রেকর্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 81

ছবি: সংগৃহীত

 

ইউরোপীয় ক্লাব ফুটবলে এক নতুন ইতিহাস গড়ল ইংলিশ ক্লাব চেলসি। পোল্যান্ডের রোকলাতে অনুষ্ঠিত ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে ইউরোপের সব পাঁচটি ক্লাব ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করল লন্ডনের এই ক্লাবটি।

ম্যাচের শুরুটা চেলসির জন্য ছিল হতাশার। নবম মিনিটেই অভিজ্ঞ স্প্যানিশ মিডফিল্ডার ইসকোর নিখুঁত পাস থেকে আব্দে এজালজুলি দুর্দান্ত ফিনিশে রিয়াল বেতিসকে এগিয়ে দেন। এরপরও আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল স্প্যানিশ ক্লাবটি। তবে প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে চেলসি এগিয়ে থাকলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় এবং ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্লুজরা।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে দৃশ্যপট পাল্টে যায়। ম্যাচের শেষ ২৫ মিনিটে দুর্দান্তভাবে ফিরে আসে চেলসি। ৬৫ মিনিটে কোল পালমারের দুর্দান্ত ক্রস থেকে হেডে গোল করেন এঞ্জো ফার্নান্দেজ, ফিরিয়ে আনেন সমতা। মাত্র পাঁচ মিনিট পর আবারও পালমারের পাস, এবার বুক দিয়ে জালে বল পাঠিয়ে চেলসিকে এগিয়ে দেন নিকোলাস জ্যাকসন।

এরপর বদলি খেলোয়াড় কিয়ারন ডিউসবেরি-হলের অ্যাসিস্ট থেকে জ্যাডন সান্চো গোল করে ব্যবধান বাড়ান। অতিরিক্ত সময়ে মইসেস কাইসেদোর দূরপাল্লার শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে নিশ্চিত হয় ৪-১ গোলের ঐতিহাসিক জয়।

নতুন কোচ এনজো মারেসকার অধীনে এটাই চেলসির প্রথম শিরোপা, ২০২২ সালের ক্লাব বিশ্বকাপ জয়ের পর প্রথমবার ট্রফি ঘরে তুলল ব্লুজরা। প্রিমিয়ার লিগে শেষ দিনে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার পর এবার কনফারেন্স লিগ জয় আরও রঙিন করল তাদের মৌসুম।

এই জয়ের ফলে চেলসি এখন একমাত্র ইউরোপীয় ক্লাব যারা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, ইউরোপা কনফারেন্স লিগ, সুপার কাপ এবং কাপ উইনার’স কাপ সবকটি ইউরোপীয় ট্রফি জয়ের গৌরব অর্জন করেছে।

একই সঙ্গে, ২০০২ সালের পর এই প্রথম কোনো বিদেশি ক্লাব ইউরোপীয় ফাইনালে স্প্যানিশ দলের বিরুদ্ধে জয় পেল। শেষ ২৭টি ইউরোপীয় ফাইনালে স্প্যানিশ ক্লাবগুলো ছিল অপরাজিত সেই রেকর্ড এবার ভাঙল চেলসির হাত ধরে।

নিউজটি শেয়ার করুন

ইউরোপীয় ফুটবলে ইতিহাস গড়ল চেলসি: পাঁচ ট্রফির অনন্য রেকর্ড

আপডেট সময় ১২:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

 

ইউরোপীয় ক্লাব ফুটবলে এক নতুন ইতিহাস গড়ল ইংলিশ ক্লাব চেলসি। পোল্যান্ডের রোকলাতে অনুষ্ঠিত ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে ইউরোপের সব পাঁচটি ক্লাব ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করল লন্ডনের এই ক্লাবটি।

ম্যাচের শুরুটা চেলসির জন্য ছিল হতাশার। নবম মিনিটেই অভিজ্ঞ স্প্যানিশ মিডফিল্ডার ইসকোর নিখুঁত পাস থেকে আব্দে এজালজুলি দুর্দান্ত ফিনিশে রিয়াল বেতিসকে এগিয়ে দেন। এরপরও আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল স্প্যানিশ ক্লাবটি। তবে প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে চেলসি এগিয়ে থাকলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় এবং ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্লুজরা।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে দৃশ্যপট পাল্টে যায়। ম্যাচের শেষ ২৫ মিনিটে দুর্দান্তভাবে ফিরে আসে চেলসি। ৬৫ মিনিটে কোল পালমারের দুর্দান্ত ক্রস থেকে হেডে গোল করেন এঞ্জো ফার্নান্দেজ, ফিরিয়ে আনেন সমতা। মাত্র পাঁচ মিনিট পর আবারও পালমারের পাস, এবার বুক দিয়ে জালে বল পাঠিয়ে চেলসিকে এগিয়ে দেন নিকোলাস জ্যাকসন।

এরপর বদলি খেলোয়াড় কিয়ারন ডিউসবেরি-হলের অ্যাসিস্ট থেকে জ্যাডন সান্চো গোল করে ব্যবধান বাড়ান। অতিরিক্ত সময়ে মইসেস কাইসেদোর দূরপাল্লার শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে নিশ্চিত হয় ৪-১ গোলের ঐতিহাসিক জয়।

নতুন কোচ এনজো মারেসকার অধীনে এটাই চেলসির প্রথম শিরোপা, ২০২২ সালের ক্লাব বিশ্বকাপ জয়ের পর প্রথমবার ট্রফি ঘরে তুলল ব্লুজরা। প্রিমিয়ার লিগে শেষ দিনে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার পর এবার কনফারেন্স লিগ জয় আরও রঙিন করল তাদের মৌসুম।

এই জয়ের ফলে চেলসি এখন একমাত্র ইউরোপীয় ক্লাব যারা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, ইউরোপা কনফারেন্স লিগ, সুপার কাপ এবং কাপ উইনার’স কাপ সবকটি ইউরোপীয় ট্রফি জয়ের গৌরব অর্জন করেছে।

একই সঙ্গে, ২০০২ সালের পর এই প্রথম কোনো বিদেশি ক্লাব ইউরোপীয় ফাইনালে স্প্যানিশ দলের বিরুদ্ধে জয় পেল। শেষ ২৭টি ইউরোপীয় ফাইনালে স্প্যানিশ ক্লাবগুলো ছিল অপরাজিত সেই রেকর্ড এবার ভাঙল চেলসির হাত ধরে।