ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন সংবিধানের দাবিতে মাঠে নেমেছি : নাহিদ ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে বিএসএফ’র মারধর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন আশানুরূপ উন্নতি হয়নি আইনশৃঙ্খলার : রিজভী জাতিসংঘ মানবাধিকার রক্ষায় কার্যকর ভাবে কাজ করতে চায় : ফরিদা আখতার হাতিয়ায় বিস্তীর্ণ জনপদ প্লাবিত আওয়ামীলীগের চৌদ্দগোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের কেনার : তাজুল ইসলাম মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, ১৪৪ ধারা জারি ফিলিস্তিন সংকট নিয়ে সম্মেলনে,যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

ভারত না পারলে আইপিএলের আয়োজক হতে প্রস্তুত ইংল্যান্ড, প্রস্তাব দিয়েছে ইসিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 25

ছবি: সংগৃহীত

 

ভারতে চলমান রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর বাকি অংশ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যুক্তরাজ্যের খ্যাতনামা দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিবের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন।

শুক্রবার ভারত–পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আইপিএলের ১৮তম আসর এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করে বিসিসিআই। তবে দেশি-বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোয় এক সপ্তাহের মাথায় টুর্নামেন্ট পুনরায় শুরুর সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

এদিকে ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ভারত আইপিএলের স্থগিত অংশ আয়োজন করতে ব্যর্থ হয়, তবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডে এই টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা রয়েছে। যদিও ইসিবির সূত্র বলছে, এখনই এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বা সক্রিয় আলোচনা শুরু হয়নি।

প্রসঙ্গত, এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত সীমান্তে একাধিক সামরিক অভিযান শুরু করে। পাল্টা জবাবে পাকিস্তানও হামলা চালায়। এই টানাপোড়েনের মধ্যেই শুক্রবার স্থগিত হয় ভারতের আইপিএল ও পাকিস্তানের পিএসএল—দুই দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর।

পিএসএলের ছয় দলের মধ্যে এখনও আটটি ম্যাচ বাকি রয়েছে, আর দশ দলের আইপিএলে বাকি ১৬টি ম্যাচ। এই পরিস্থিতিতে বিসিসিআই দলগুলোর খেলোয়াড়দের বাড়ি ফিরে যেতে বলেছে। অনেক বিদেশি খেলোয়াড় ইতোমধ্যেই ভারত ছেড়েও গেছেন।

এর আগে ২০২১ সালেও করোনা মহামারির কারণে ভারতে আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল, এবং সেইবার সংযুক্ত আরব আমিরাতে বাকি অংশ আয়োজন করা হয়েছিল। তখনও ইসিবি আইপিএল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল, যদিও শেষ পর্যন্ত ইংল্যান্ড নয়, আমিরাতেই হয়েছিল বাকি ম্যাচগুলো।

এই বছরও যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আইপিএলের বাকি অংশ আয়োজনে ইংল্যান্ডকেই বিকল্প ভেন্যু হিসেবে ভাবছে ইসিবি। তবে সবকিছু নির্ভর করছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি এবং বিসিসিআইয়ের সিদ্ধান্তের ওপর।

নিউজটি শেয়ার করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

ভারত না পারলে আইপিএলের আয়োজক হতে প্রস্তুত ইংল্যান্ড, প্রস্তাব দিয়েছে ইসিবি

আপডেট সময় ১২:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

 

ভারতে চলমান রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর বাকি অংশ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যুক্তরাজ্যের খ্যাতনামা দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিবের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন।

শুক্রবার ভারত–পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আইপিএলের ১৮তম আসর এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করে বিসিসিআই। তবে দেশি-বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোয় এক সপ্তাহের মাথায় টুর্নামেন্ট পুনরায় শুরুর সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

এদিকে ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ভারত আইপিএলের স্থগিত অংশ আয়োজন করতে ব্যর্থ হয়, তবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডে এই টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা রয়েছে। যদিও ইসিবির সূত্র বলছে, এখনই এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বা সক্রিয় আলোচনা শুরু হয়নি।

প্রসঙ্গত, এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত সীমান্তে একাধিক সামরিক অভিযান শুরু করে। পাল্টা জবাবে পাকিস্তানও হামলা চালায়। এই টানাপোড়েনের মধ্যেই শুক্রবার স্থগিত হয় ভারতের আইপিএল ও পাকিস্তানের পিএসএল—দুই দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর।

পিএসএলের ছয় দলের মধ্যে এখনও আটটি ম্যাচ বাকি রয়েছে, আর দশ দলের আইপিএলে বাকি ১৬টি ম্যাচ। এই পরিস্থিতিতে বিসিসিআই দলগুলোর খেলোয়াড়দের বাড়ি ফিরে যেতে বলেছে। অনেক বিদেশি খেলোয়াড় ইতোমধ্যেই ভারত ছেড়েও গেছেন।

এর আগে ২০২১ সালেও করোনা মহামারির কারণে ভারতে আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল, এবং সেইবার সংযুক্ত আরব আমিরাতে বাকি অংশ আয়োজন করা হয়েছিল। তখনও ইসিবি আইপিএল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল, যদিও শেষ পর্যন্ত ইংল্যান্ড নয়, আমিরাতেই হয়েছিল বাকি ম্যাচগুলো।

এই বছরও যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আইপিএলের বাকি অংশ আয়োজনে ইংল্যান্ডকেই বিকল্প ভেন্যু হিসেবে ভাবছে ইসিবি। তবে সবকিছু নির্ভর করছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি এবং বিসিসিআইয়ের সিদ্ধান্তের ওপর।