০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

স্টেডিয়াম উন্নয়নে বাফুফেকে এএফসির ২.৫ মিলিয়ন ডলার অনুদান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 182

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ ফুটবলের জন্য এলো বড় সুখবর। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাদের বাজেট ৬৩ শতাংশ বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় স্টেডিয়াম ও মাঠ উন্নয়ন প্রকল্পে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পাচ্ছে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান।

গত শনিবার (১২ এপ্রিল) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় এএফসির ৩৫তম কংগ্রেস। এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয় বাফুফের প্রতিনিধি দল। কংগ্রেসে বাজেট বৃদ্ধির সিদ্ধান্তের পর বাংলাদেশ ফুটবলের জন্য খুলে গেল উন্নয়নের নতুন দুয়ার।

বিজ্ঞাপন

এর আগে এএফসি প্রতিবছর বাংলাদেশকে ৫ লাখ ডলার অনুদান দিত। এবার সেই বার্ষিক অনুদান বহাল রেখেই আলাদা করে মাঠ ও স্টেডিয়াম উন্নয়নে আরও ২.৫ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হচ্ছে।

বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন হ্যাপি জানান, “আমাদের খেলাধুলায় বিনিয়োগ বেড়েছে। এএফসি আগেও প্রতিবছর ৫ লাখ ডলার দিত, সেটা যেমন আছে, এবার মাঠ উন্নয়নের জন্য ২.৫ মিলিয়ন ডলার দিচ্ছে। এটা আমাদের জন্য বড় সুযোগ।”

তবে আগের একটি বড় অনুদান এখনো খরচ করা হয়নি। ফিফার ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় কক্সবাজারে একটি ট্রেনিং সেন্টার নির্মাণের পরিকল্পনা থাকলেও, জমি না পাওয়ায় কাজ শুরু করা যায়নি।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, “ফিফার প্রকল্পের সঙ্গে অন্য প্রকল্প সমন্বয় করা যায় না। জমির বিষয়টি চূড়ান্ত হলেই কাজ শুরু করবো। আমরা কক্সবাজারের ডিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”

এদিকে ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরির জাতীয় দলে অন্তর্ভুক্তি ও ভারতের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স দেশের ফুটবলকে নতুন আলোচনায় এনেছে। বাংলাদেশ ফিফা র‍্যাঙ্কিংয়েও এগিয়েছে কয়েক ধাপ, যা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে।

সব মিলিয়ে মাঠের বাইরের অর্জনের পাশাপাশি মাঠের মধ্যেও বাংলাদেশ ফুটবল এখন নতুন আশার আলো দেখছে। অনুদানের সঠিক ব্যবহার হলে দেশের ফুটবল অবকাঠামো পাবে কাঙ্ক্ষিত গতি যা আগামী প্রজন্মের জন্য হতে পারে একটি মাইলফলক।

নিউজটি শেয়ার করুন

স্টেডিয়াম উন্নয়নে বাফুফেকে এএফসির ২.৫ মিলিয়ন ডলার অনুদান

আপডেট সময় ১১:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

 

বাংলাদেশ ফুটবলের জন্য এলো বড় সুখবর। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাদের বাজেট ৬৩ শতাংশ বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় স্টেডিয়াম ও মাঠ উন্নয়ন প্রকল্পে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পাচ্ছে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান।

গত শনিবার (১২ এপ্রিল) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় এএফসির ৩৫তম কংগ্রেস। এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয় বাফুফের প্রতিনিধি দল। কংগ্রেসে বাজেট বৃদ্ধির সিদ্ধান্তের পর বাংলাদেশ ফুটবলের জন্য খুলে গেল উন্নয়নের নতুন দুয়ার।

বিজ্ঞাপন

এর আগে এএফসি প্রতিবছর বাংলাদেশকে ৫ লাখ ডলার অনুদান দিত। এবার সেই বার্ষিক অনুদান বহাল রেখেই আলাদা করে মাঠ ও স্টেডিয়াম উন্নয়নে আরও ২.৫ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হচ্ছে।

বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন হ্যাপি জানান, “আমাদের খেলাধুলায় বিনিয়োগ বেড়েছে। এএফসি আগেও প্রতিবছর ৫ লাখ ডলার দিত, সেটা যেমন আছে, এবার মাঠ উন্নয়নের জন্য ২.৫ মিলিয়ন ডলার দিচ্ছে। এটা আমাদের জন্য বড় সুযোগ।”

তবে আগের একটি বড় অনুদান এখনো খরচ করা হয়নি। ফিফার ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় কক্সবাজারে একটি ট্রেনিং সেন্টার নির্মাণের পরিকল্পনা থাকলেও, জমি না পাওয়ায় কাজ শুরু করা যায়নি।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, “ফিফার প্রকল্পের সঙ্গে অন্য প্রকল্প সমন্বয় করা যায় না। জমির বিষয়টি চূড়ান্ত হলেই কাজ শুরু করবো। আমরা কক্সবাজারের ডিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”

এদিকে ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরির জাতীয় দলে অন্তর্ভুক্তি ও ভারতের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স দেশের ফুটবলকে নতুন আলোচনায় এনেছে। বাংলাদেশ ফিফা র‍্যাঙ্কিংয়েও এগিয়েছে কয়েক ধাপ, যা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে।

সব মিলিয়ে মাঠের বাইরের অর্জনের পাশাপাশি মাঠের মধ্যেও বাংলাদেশ ফুটবল এখন নতুন আশার আলো দেখছে। অনুদানের সঠিক ব্যবহার হলে দেশের ফুটবল অবকাঠামো পাবে কাঙ্ক্ষিত গতি যা আগামী প্রজন্মের জন্য হতে পারে একটি মাইলফলক।