ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিতের ভুল বাংলাদেশের বিরুদ্ধে পরিণতি এখনো বাকি নতুন সংগঠন থেকে পদত্যাগ: গণতান্ত্রিক ছাত্র সংসদের দুই সমন্বয়ক বিদায় ৩৬ জুলাই: যুক্তরাজ্য প্রবাসী বিপ্লবীদের এক বিশেষ সম্মাননা চীনের আগ্রহ: বাংলাদেশ থেকে ইলিশ আমদানির পরিকল্পনা টেকনাফে ৬০ কেজি গাঁজাসহ ৪ পাচারকারী গ্রেফতার ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ ঘোষণা: নতুন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: চার যানবাহনের সংঘর্ষে নিহত ২, আহত ২০ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য ভাতা চালু মার্চ থেকেই: প্রেস সচিব প্রতিদিন হাঁটার আশ্চর্যজনক উপকারিতা ইইউ-এর পণ্যে ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক হুমকি: ইউরোপীয় প্রতিবাদ

সড়ক দুর্ঘটনা

মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: চার যানবাহনের সংঘর্ষে নিহত ২, আহত ২০

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চারটি যানবাহনের সংঘর্ষে দুইজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে মিঠাছরা বাজারের ইউটার্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মুশিরাবাদ গ্রামের কাভার্ডভ্যান চালক সুমন হাওলাদার (৩৫) এবং পশ্চিম মাদারবাড়ীর বাস সুপারভাইজার সোহাগ (৩৫)। আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নীরব পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে নীরব পরিবহনের বাসটি মহাসড়কের বিভাজক পার হয়ে বিপরীতমুখী লেনে চলে যায়। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান সেটিকে সজোরে ধাক্কা দেয়। এর পরপরই আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেয়।

এই দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, “চারটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও ইউটার্ন ব্যবস্থাপনা আরও কঠোর করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে চালকদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
৫০২ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনা

মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: চার যানবাহনের সংঘর্ষে নিহত ২, আহত ২০

আপডেট সময় ০৮:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চারটি যানবাহনের সংঘর্ষে দুইজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে মিঠাছরা বাজারের ইউটার্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মুশিরাবাদ গ্রামের কাভার্ডভ্যান চালক সুমন হাওলাদার (৩৫) এবং পশ্চিম মাদারবাড়ীর বাস সুপারভাইজার সোহাগ (৩৫)। আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নীরব পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে নীরব পরিবহনের বাসটি মহাসড়কের বিভাজক পার হয়ে বিপরীতমুখী লেনে চলে যায়। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান সেটিকে সজোরে ধাক্কা দেয়। এর পরপরই আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেয়।

এই দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, “চারটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও ইউটার্ন ব্যবস্থাপনা আরও কঠোর করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে চালকদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।