গুয়াতেমালায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৫১, শোকের ছায়া দেশজুড়ে
- আপডেট সময় ১১:২৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / 102
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় এক ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে। ১০ ফেব্রুয়ারি, সোমবার ভোরে রাজধানী গুয়াতেমালা সিটির কাছে একটি সেতু থেকে বাসটি ছিটকে খাদে পড়ে যায়। সান আগস্টিন আকাসাগুয়াস্টলান শহর থেকে রাজধানীতে আসার পথে দুর্ঘটনাটি ঘটে, যেখানে বাসটিতে বিপুল সংখ্যক যাত্রী ছিলেন।
দমকল বিভাগের মুখপাত্র কার্লোস হার্নান্দেজ জানান, বাসটি পুয়েন্তে বেলিস নামক একটি ব্যস্ত সড়কে চলছিল। হাইওয়ে ব্রিজটি পার করার সময় বাসটি প্রায় ২০ মিটার নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ৩৬ পুরুষ ও ১৫ নারীসহ ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং তাদের মরদেহ প্রাদেশিক মর্গে পাঠানো হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, দুর্ঘটনার পর বাসটির একটি অংশ বর্জ্যের পানিতে ডুবে গেছে, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন, তবে হতাহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পুরো দেশের জন্য তিন দিনের শোক ঘোষণা করেছেন। এছাড়া পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও দুর্যোগ সংস্থাকে মোতায়েন করা হয়েছে। দেশটির জনগণ শোকের আবহে একত্রিত হয়ে এই দুঃখজনক ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে।


























