ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পেন্টাগনে ৫,৪০০ কর্মী ছাঁটাই, নতুন নিয়োগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত দেশ গঠনে সবার ঐক্য দরকার: মির্জা ফখরুল ট্রাম্পের নতুন পরিকল্পনা: অবৈধ অভিবাসীদের সামরিক ঘাঁটিতে আটকের উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি: স্বাক্ষরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে কমলগঞ্জে হলুদ ফুলকপির চাষে নতুন সম্ভাবনার সৃষ্টি, চাষিরা উপভোগ করছেন লাভের সাফল্য নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন: বিজিবির দাবি, সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসা হোক স্পেসএক্স উৎক্ষেপণ করল ২৩টি স্টারলিংক স্যাটেলাইট, দ্রুত ইন্টারনেটের নতুন দিগন্ত রমজান মাসে বিদ্যুৎ সরবরাহের স্বাভাবিকতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি: জ্বালানি উপদেষ্টা বৈষম্যবিরোধীদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ: স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, স্থানীয়দের হাতে আটক যুবক

রংপুরে কুয়াশায় সড়ক দুর্ঘটনা, ১৫ জন আহত

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর এলাকায় আজ সকালে ঘন কুয়াশার কারণে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ৭.৩০ টার দিকে গড়ের মাথা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে, যাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাকবলিত যানবাহনের মধ্যে দুটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক, পিকআপ এবং কাভার্ডভ্যান রয়েছে। জানা যায়, ঢাকা থেকে রংপুর আসা এসব গাড়ি কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়। এর ফলে কিছু গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং বেশ কিছু যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ব্যবস্থা নিলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, রংপুর হাইওয়ে অঞ্চলে বর্তমানে ঘন কুয়াশার কারণে আরও ছোট ছোট দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি সাধারণ চালকদের সতর্ক করে বলেন, কুয়াশার মধ্যে গাড়ির হেডলাইট চালিয়ে ধীরগতিতে এবং সতর্কভাবে চলাচল করতে হবে। গতকাল রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জসহ বিভিন্ন এলাকায় ৫টি দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
৫১৬ বার পড়া হয়েছে

রংপুরে কুয়াশায় সড়ক দুর্ঘটনা, ১৫ জন আহত

আপডেট সময় ০১:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

 

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর এলাকায় আজ সকালে ঘন কুয়াশার কারণে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ৭.৩০ টার দিকে গড়ের মাথা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে, যাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাকবলিত যানবাহনের মধ্যে দুটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক, পিকআপ এবং কাভার্ডভ্যান রয়েছে। জানা যায়, ঢাকা থেকে রংপুর আসা এসব গাড়ি কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়। এর ফলে কিছু গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং বেশ কিছু যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ব্যবস্থা নিলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, রংপুর হাইওয়ে অঞ্চলে বর্তমানে ঘন কুয়াশার কারণে আরও ছোট ছোট দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি সাধারণ চালকদের সতর্ক করে বলেন, কুয়াশার মধ্যে গাড়ির হেডলাইট চালিয়ে ধীরগতিতে এবং সতর্কভাবে চলাচল করতে হবে। গতকাল রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জসহ বিভিন্ন এলাকায় ৫টি দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন।