ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

- আপডেট সময় ১২:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / 1
ফেনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বালুবাহী একটি ট্রাকের পেছনে সংঘর্ষ হলে দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন বাসের সুপারভাইজার এবং অন্যজন চালকের সহকারী। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাবনা জেলার সাঁথিয়া থানার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৬), যিনি বাসের সুপারভাইজার ছিলেন, এবং যশোরের ঝিকরগাছা থানার মোবারকপুর গ্রামের আবদুল আলী মোল্লার ছেলে মো. রফিক (৬০), যিনি চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসচালক, সুপারভাইজার ও চালকের সহকারী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রবিউল ও রফিককে মৃত ঘোষণা করেন। আহত বাসচালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।