রংপুরের পীরগাছায় বউভাত থেকে ফেরার পথে বাস পুকুরে, নিহত ৩

- আপডেট সময় ১০:৪৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 3
রংপুরের পীরগাছায় বউভাত অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার দেউতি জব্বারের দোকানসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর শহরের নজিরের হাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী প্রায় ৫০-৬০ জন যাত্রী একটি বিয়েবাড়ির বউভাতে অংশ নিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যান। অনুষ্ঠান শেষে বাসযোগে ফেরার পথে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের দেউতি এলাকার জব্বারের দোকানসংলগ্ন স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন। খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
পীরগাছা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল আমিন জানান, দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। পুকুরে পড়ে যাওয়া বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আর কেউ আটকে নেই বলেও তিনি জানান।
দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় উদ্ধার কাজ শেষ হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন।