ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মিয়ানমারের সামরিক জান্তা-বিরোধী দুটি গোষ্ঠীর তীব্র সংঘর্ষ, পালিয়ে আসছে হাজারো মানুষ চলতি মাসের ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার: বাংলাদেশ ব্যাংক সাভারে বিশেষ অভিযান শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার কিশোরগঞ্জে সবাইকে অচেতন করে ‘দুর্ধর্ষ চুরি, ১০ লাখ টাকার মালামাল লুট রাজনৈতিক পরিবর্তন ছাড়া কোনো নীতিই ব্যাংক খাতকে শক্তিশালী করতে পারবে না: গভর্নর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৯২ ঝিনাইদহে এসআই মিরাজুল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন নির্বাচনের বিলম্বে দেশের অগ্রগতি ব্যাহত হবে: মির্জা ফখরুল দায়িত্বশীলভাবে কাজ করলে কর্মকর্তাদের জন্য ভয়ের কিছু নেই: এনবিআর চেয়ারম্যান বধিরতা জয় করল বিজ্ঞান: শ্রবণশক্তি ফেরাতে জিন থেরাপির নতুন কৌশল

নীলফামারীতে ট্রাক্টরের চাপায় ইজিবাইক যাত্রী নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

নীলফামারী সদর উপজেলার মোড়লের ডাঙ্গা এলাকার বাইপাস সড়কে ট্রাক্টরের চাপায় এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন আইয়ুব আলী (৫৫)। তিনি জেলার সদর উপজেলার বেরুবন্দ এলাকার মৃত ভুট্টু মাহমুদের ছেলে এবং একজন পান ব্যবসায়ী ছিলেন।

রবিবার (৬ জুলাই) বিকেলে নীলফামারী বাইপাস সড়কের ঝন্টুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইয়ুব আলী জেলা শহরের ডাইলপট্টি এলাকার পান আড়ৎ বাজার থেকে পান কিনে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। পথে বাইপাস সড়ক অতিক্রম করার সময় ইটবোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, “দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এদিকে, একের পর এক এমন দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলেন, বাইপাস সড়কে নিয়মিত ট্রাফিক নজরদারি ও গতিসীমা নিয়ন্ত্রণ না থাকায় সড়কে প্রাণ ঝরছে বারবার। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সড়কে বেপরোয়া যান চলাচল ঠেকাতে যথাযথ পদক্ষেপ না নিলে বাড়বে প্রাণহানি মনোযোগ চেয়েছেন কর্তৃপক্ষের।

নিউজটি শেয়ার করুন

নীলফামারীতে ট্রাক্টরের চাপায় ইজিবাইক যাত্রী নিহত

আপডেট সময় ০৫:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

নীলফামারী সদর উপজেলার মোড়লের ডাঙ্গা এলাকার বাইপাস সড়কে ট্রাক্টরের চাপায় এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন আইয়ুব আলী (৫৫)। তিনি জেলার সদর উপজেলার বেরুবন্দ এলাকার মৃত ভুট্টু মাহমুদের ছেলে এবং একজন পান ব্যবসায়ী ছিলেন।

রবিবার (৬ জুলাই) বিকেলে নীলফামারী বাইপাস সড়কের ঝন্টুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইয়ুব আলী জেলা শহরের ডাইলপট্টি এলাকার পান আড়ৎ বাজার থেকে পান কিনে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। পথে বাইপাস সড়ক অতিক্রম করার সময় ইটবোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, “দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এদিকে, একের পর এক এমন দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলেন, বাইপাস সড়কে নিয়মিত ট্রাফিক নজরদারি ও গতিসীমা নিয়ন্ত্রণ না থাকায় সড়কে প্রাণ ঝরছে বারবার। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সড়কে বেপরোয়া যান চলাচল ঠেকাতে যথাযথ পদক্ষেপ না নিলে বাড়বে প্রাণহানি মনোযোগ চেয়েছেন কর্তৃপক্ষের।