ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাপানের সহায়তা ও বিনিয়োগে জোর দিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান সংস্কার সহায়তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি, দ্রুত নির্বাচনের আশা: পররাষ্ট্র উপদেষ্টা চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৪৪৩ যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা ব্রিটিশ পার্লামেন্টের বিচার ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে ঐকমত্য তৈরি হয়েছে: জামায়াতে নায়েবে আমির তিন দফা দাবিতে উত্তাল রুয়েট নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক, থাকছে ঋণ গ্রহীতাদের জন্য সুখবর সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

গাড়ি দুর্ঘটনায় লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোটার নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

 

পর্তুগিজ ও লিভারপুলের অন্যতম তারকা ফুটবলার দিয়েগো জোটার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় শোকস্তব্ধ ফুটবল অঙ্গন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা প্রথমে জানিয়েছিল, স্পেনের জামোরা প্রদেশে গাড়ি দুর্ঘটনায় তার ছোট ভাই আন্দ্রে সিলভার সাথেই প্রাণ হারান এই ফরোয়ার্ড। তবে দুর্ঘটনার বিস্তারিত তখন স্পষ্ট হয়নি।

পরে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস দুর্ঘটনার বিবরণ প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। জোটা ও তার ভাই ল্যাম্বরগিনি গাড়িতে দ্রুত গতিতে যাচ্ছিলেন। একটি গাড়িকে ওভারটেক করার সময় হঠাৎ তাদের গাড়ির চাকা বিস্ফোরিত হয়ে যায়, এতে গাড়িটি উল্টে গিয়ে আগুন ধরে। আগুনের তাপে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায় এবং তারা বের হওয়ার কোনো সুযোগ পাননি। পরে গাড়ির লাইসেন্স প্লেটের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

এর আগে মার্কা জানায়, স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়া এলাকায় এ-৫২ মহাসড়কের ৬৫ কিলোমিটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

মাত্র দুই সপ্তাহ আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন ২৮ বছর বয়সী জোটা। পাশাপাশি গত মাসেই পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছিলেন। জাতীয় দলের জার্সিতে ২০১৯ সালে অভিষেকের পর ৪৯ ম্যাচে করেছেন ১৪ গোল।

তবে জাতীয় দলের চেয়ে লিভারপুলের তারকা হিসেবেই বেশি পরিচিত ছিলেন তিনি। ২০২০ সালে উলভস ছেড়ে লিভারপুলে যোগ দিয়ে ক্লাবটির হয়ে দারুণ পারফরম্যান্স করেন। সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ফরোয়ার্ড। লিভারপুলের জার্সিতে ১২৩ ম্যাচে ৪৭ গোল করেন তিনি।

প্রিয় ফুটবলারকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছে লিভারপুল কর্তৃপক্ষ। জোটার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ফুটবলমহলেও।

নিউজটি শেয়ার করুন

গাড়ি দুর্ঘটনায় লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোটার নিহত

আপডেট সময় ০৬:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

 

 

পর্তুগিজ ও লিভারপুলের অন্যতম তারকা ফুটবলার দিয়েগো জোটার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় শোকস্তব্ধ ফুটবল অঙ্গন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা প্রথমে জানিয়েছিল, স্পেনের জামোরা প্রদেশে গাড়ি দুর্ঘটনায় তার ছোট ভাই আন্দ্রে সিলভার সাথেই প্রাণ হারান এই ফরোয়ার্ড। তবে দুর্ঘটনার বিস্তারিত তখন স্পষ্ট হয়নি।

পরে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস দুর্ঘটনার বিবরণ প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। জোটা ও তার ভাই ল্যাম্বরগিনি গাড়িতে দ্রুত গতিতে যাচ্ছিলেন। একটি গাড়িকে ওভারটেক করার সময় হঠাৎ তাদের গাড়ির চাকা বিস্ফোরিত হয়ে যায়, এতে গাড়িটি উল্টে গিয়ে আগুন ধরে। আগুনের তাপে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায় এবং তারা বের হওয়ার কোনো সুযোগ পাননি। পরে গাড়ির লাইসেন্স প্লেটের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

এর আগে মার্কা জানায়, স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়া এলাকায় এ-৫২ মহাসড়কের ৬৫ কিলোমিটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

মাত্র দুই সপ্তাহ আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন ২৮ বছর বয়সী জোটা। পাশাপাশি গত মাসেই পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছিলেন। জাতীয় দলের জার্সিতে ২০১৯ সালে অভিষেকের পর ৪৯ ম্যাচে করেছেন ১৪ গোল।

তবে জাতীয় দলের চেয়ে লিভারপুলের তারকা হিসেবেই বেশি পরিচিত ছিলেন তিনি। ২০২০ সালে উলভস ছেড়ে লিভারপুলে যোগ দিয়ে ক্লাবটির হয়ে দারুণ পারফরম্যান্স করেন। সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ফরোয়ার্ড। লিভারপুলের জার্সিতে ১২৩ ম্যাচে ৪৭ গোল করেন তিনি।

প্রিয় ফুটবলারকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছে লিভারপুল কর্তৃপক্ষ। জোটার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ফুটবলমহলেও।