ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আবারও কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় হতে পারে বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা গা/জা/য় মানবিক সাহায্য বন্ধের ঘোষণা, ই*স*রা*য়েলি হামলায় নিহত আরও ১১ মিয়ানমারে ভূমিকম্পে সহায়তাকারী বাংলাদেশ সেনাবাহিনী দলকে সশস্ত্র বাহিনীর সংবর্ধনা সুন্দরবনে ফের বনদস্যুর আতঙ্ক, কোস্টগার্ডের কঠোর অভিযানে স্বস্তি জেলেদের জাতিসংঘ শান্তিরক্ষা তহবিল বন্ধের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের সিরিয়ায় উত্তেজনা কমাতে ই*স*রা*য়েল-তুরস্কের গোপন সমঝোতা চীনের কৌশলগত পদক্ষেপ: বোয়িং বর্জন, এয়ারবাসের কাছে অতিরিক্ত ইঞ্জিনের দাবি কারাবন্দি দিবসে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিক্ষোভ, উত্তাল রাজপথ

ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সাথে সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ২৫

  • খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

ফরিদপুরের বাখুন্ডা এলাকায় একটি লোকাল বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৪ জন, আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালবেলায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজোরে ধাক্কা লাগে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের দল। শুরু হয় উদ্ধার অভিযান। আহতদের তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়িটির ব্রেক ফেইল করে থাকতে পারে অথবা চালকের অসতর্কতাই দুর্ঘটনার মূল কারণ। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুর সদর থানার ওসি বলেন, “আমরা ঘটনাস্থল ঘিরে রেখেছি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হচ্ছে। এছাড়া গাড়িটির বৈধ কাগজপত্র যাচাই করাও শুরু হয়েছে।”

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালানো হয়। তারা আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করেন। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের এলাকায় এমন দুর্ঘটনা আগে কখনো ঘটেনি। পুরো এলাকা যেন স্তব্ধ হয়ে গেছে। সবাই শোকাহত।”

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে। আহতদের চিকিৎসা ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তথ্য জানাতে প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।

জনপ্রিয় সংবাদ

আবারও কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সাথে সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ২৫

আপডেট সময় ০২:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

 

ফরিদপুরের বাখুন্ডা এলাকায় একটি লোকাল বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৪ জন, আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালবেলায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজোরে ধাক্কা লাগে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের দল। শুরু হয় উদ্ধার অভিযান। আহতদের তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়িটির ব্রেক ফেইল করে থাকতে পারে অথবা চালকের অসতর্কতাই দুর্ঘটনার মূল কারণ। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুর সদর থানার ওসি বলেন, “আমরা ঘটনাস্থল ঘিরে রেখেছি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হচ্ছে। এছাড়া গাড়িটির বৈধ কাগজপত্র যাচাই করাও শুরু হয়েছে।”

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালানো হয়। তারা আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করেন। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের এলাকায় এমন দুর্ঘটনা আগে কখনো ঘটেনি। পুরো এলাকা যেন স্তব্ধ হয়ে গেছে। সবাই শোকাহত।”

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে। আহতদের চিকিৎসা ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তথ্য জানাতে প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।