একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ
- আপডেট সময় ০৫:০৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 25
নির্বাচন কমিশন (ইসি) এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নানা কৌশলে আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সম্মানে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সভায় সালাহউদ্দিন আহমদ বলেন, “একটি রাজনৈতিক দল বিভিন্ন অজুহাতে নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ খুঁজছে। আমি তাদের স্পষ্ট করে বলে দিতে চাই—আমরা আপনাদের সেই সুযোগ দেব না। কোনো ধরনের ষড়যন্ত্র করবেন না, আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি।” তিনি আরও যোগ করেন যে, নির্বাচন কমিশন এবং ওই দলটি বিএনপির নমনীয়তাকে দুর্বলতা হিসেবে ভাবলে ভুল করবে।
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নির্বাচন কমিশনের অনুরোধে এবং শান্তি বজায় রাখার স্বার্থে আমরা সফর কর্মসূচি স্থগিত করেছি। এটি আমাদের দুর্বলতা নয়, বরং আমাদের রাজনৈতিক শিষ্টাচার ও ভদ্রতা। কিন্তু নির্বাচন কমিশন এবং একটি বিশেষ দল এটাকে ভিন্নভাবে দেখার চেষ্টা করছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে।”
সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে পুনর্ব্যক্ত করেন যে, তারা সুযোগ খুঁজছে কিন্তু বিএনপি কোনো সুযোগ দেবে না। তিনি বলেন, বিএনপি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং কোনো শক্তি যেন জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে তারা সজাগ রয়েছে। অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তিদের কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যেখানে বিএনপির শীর্ষ নেতারা ভুক্তভোগী পরিবারগুলোর বিচার নিশ্চিতে পাশে থাকার অঙ্গীকার করেন।



















