০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

১১ দলীয় জোটে না থাকার ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 51

ছবি সংগৃহীত

 

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যুক্ত হচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ—এমন সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দলটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা স্বতন্ত্রভাবেই অংশ নেবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশে ২৬৮টি আসনে প্রার্থী দিয়েছে এবং সংশ্লিষ্ট প্রার্থীরা ইতোমধ্যে মাঠপর্যায়ে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার করবেন না এবং সবাই নির্বাচনী প্রতিযোগিতায় থাকবেন।

তিনি আরও জানান, নির্বাচন ঘিরে দলটি নিজস্ব রাজনৈতিক অবস্থান ও কর্মসূচির ভিত্তিতেই এগিয়ে যাবে। জোটে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত দলীয় নীতিগত বিবেচনা থেকেই নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত কর্মসূচি ও অবস্থান জানানো হবে বলে জানান নেতারা।

নিউজটি শেয়ার করুন

১১ দলীয় জোটে না থাকার ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

আপডেট সময় ০৩:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

 

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যুক্ত হচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ—এমন সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দলটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা স্বতন্ত্রভাবেই অংশ নেবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশে ২৬৮টি আসনে প্রার্থী দিয়েছে এবং সংশ্লিষ্ট প্রার্থীরা ইতোমধ্যে মাঠপর্যায়ে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার করবেন না এবং সবাই নির্বাচনী প্রতিযোগিতায় থাকবেন।

তিনি আরও জানান, নির্বাচন ঘিরে দলটি নিজস্ব রাজনৈতিক অবস্থান ও কর্মসূচির ভিত্তিতেই এগিয়ে যাবে। জোটে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত দলীয় নীতিগত বিবেচনা থেকেই নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত কর্মসূচি ও অবস্থান জানানো হবে বলে জানান নেতারা।