প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতের বৈঠক: নীতিগত আলোচনা

- আপডেট সময় ১০:০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / 10
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা। গতকাল শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন মঙ্গলবার উত্তরায় বিক্ষোভ, দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করা এবং সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির পর রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা।
মঙ্গলবার রাতেই বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আটজন নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। পরদিন বুধবার আরও ১৩টি দল ও জোটের ১৩ জন নেতার সঙ্গে আলোচনা হয়। আর গতকাল শনিবার ১২টি দল-জোটের সঙ্গে আলোচনা শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের ১১ জন নেতার সঙ্গে পৃথক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে শাপলা চত্বরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং এ বিষয়ে যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করার পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে হেফাজতে ইসলামের সমাবেশে হামলার বিষয়টি জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করার প্রস্তাবও বৈঠকে উঠে আসে।এ ছাড়া ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—মাওলানা খলিল আহমদ কোরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফায়েতুল্লাহ আজহারী।
প্রধান উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।