শেখ হাসিনার ফোনালাপের আন্তর্জাতিক যাচাই, মামলার স্বচ্ছতা বাড়াবে: প্রসিকিউটর

- আপডেট সময় ০১:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / 5
মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দেওয়া শেখ হাসিনার একটি ফোনালাপ আন্তর্জাতিকভাবে যাচাই হওয়ায় হত্যা মামলার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি জানান, এই ফোনালাপকে প্রামাণ্য দলিল হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।
আজ বুধবার (৯ জুলাই) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “শেখ হাসিনার একাধিক ফোনালাপ আগেই পুলিশের ক্রাইমস ইনভেস্টিগেশন বিভাগ ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করেছে এবং তা সত্য বলে নিশ্চিত হয়েছে। এরপরেও আন্তর্জাতিক সংস্থা যে নিরপেক্ষভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে রিপোর্ট দিয়েছে, সেটি মামলার অভিযোগ প্রমাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।”
প্রসঙ্গত, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে আগামীকাল আদেশ দেবেন ট্রাইব্যুনাল-১। মামলার অন্য দুই আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, অভিযোগ গঠনের আদেশ হলে যেসব নথিপত্র আদালতে উপস্থাপন করা হবে, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হবে শেখ হাসিনার ফোনালাপের আন্তর্জাতিক যাচাই রিপোর্ট।
এর আগে বিবিসি আই এক প্রতিবেদনে দাবি করে, পালিয়ে থাকা স্বৈরশাসক শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনের সময় জুলাই অভ্যুত্থান চলাকালে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন “তারা (নিরাপত্তা বাহিনী) যেখানেই আন্দোলনকারী পাবে, সেখানেই গুলি করবে।”
বিবিসি আই’র ফরেনসিক টিম এই ফোনালাপের কণ্ঠ বিশ্লেষণ করে নিশ্চিত করে, তা শেখ হাসিনারই। এই রিপোর্ট প্রকাশের পর মামলার প্রসিকিউশন দল আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বলে জানা গেছে।
এ বিষয়ে আন্তর্জাতিক মহলের নজরও বাড়ছে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। মামলাটি এখন বিচারিক পর্যায়ে নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।