মব তৈরি করে যদি রায় নেওয়া যায়, তবে আদালতের দরকার কী ?: সারজিস

- আপডেট সময় ০৫:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / 3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হাইকোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কী?”
তার এ মন্তব্য ইশরাক হোসেন সংক্রান্ত একটি রিট খারিজ হওয়ার পর আসে। একই দিন সকালে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদন খারিজ করেন, যেখানে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়েছিল।
আদালত বলেন, রিট আবেদনকারীর এ বিষয়ে রিট করার এখতিয়ার নেই। ফলে রিটটি খারিজ করা হলো। পাশাপাশি আদালত আরও উল্লেখ করেন, নির্বাচনী সংক্রান্ত বিষয় নিয়ে নির্বাচন ফোরামে যাওয়ার কথা, তা না করে হাইকোর্টে আনা সঠিক হয়নি।
এই রায়ের ফলে ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তারা বলেন, এখন আর কোনো আইনি জটিলতা নেই, শপথ গ্রহণে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট।
তবে রিটকারীর পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা হাইকোর্টের এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের দ্বারস্থ হবেন।
সারজিস আলমের মন্তব্যে রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ একে আদালতের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার প্রয়াস হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে নাগরিক মতপ্রকাশের অধিকার বলেও বিবেচনা করছেন।
সম্প্রতি ইশরাক হোসেনকে নিয়ে রাজনীতিতে তুমুল আলোচনার মধ্যে এই মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।