ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২৮ তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা না দিলে জেল: শ্রম উপদেষ্টা ভারতে মাছ রপ্তানি স্থগিত রেখেছে বাংলাদেশী ব্যবসায়ীরা ‘বাংলাদেশ ছাড়া আমার আর কোনো পাসপোর্ট নেই’: উপদেষ্টা খলিলুর রহমান চেয়ারম্যান অপসারণসহ ৪ দফা দাবি, এনবিআরের বিরুদ্ধে অসহযোগের ঘোষণা শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা :মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটুর ডেথ রেফারেন্স হাইকোর্টে প্রেরণ কোরবানির চামড়ার মূল্যবৃদ্ধির ইঙ্গিত, নির্ধারণ হবে বৃহস্পতিবার: বাণিজ্য উপদেষ্টা ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ২৬ মাওবাদী ভুয়া ভিডিও নিয়ে মুখ খুললেন ভোক্তা অধিকারের জব্বার মন্ডল জোবাইদা রহমানের দণ্ড বাতিল চেয়ে হাইকোর্টে শুনানি বৃহস্পতিবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস, বৈঠক হতে পারে রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানালেন ইশরাক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

রাজনীতিতে সক্রিয় অবস্থান থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (২১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই দাবি জানান।

তিনি লিখেছেন, “গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। আপনারা ইতোমধ্যেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং সামনে সরাসরি যুক্ত হবেন, এমনটা স্পষ্ট। নির্বাচনে অংশগ্রহণ করতেও পারেন। সেক্ষেত্রে পদত্যাগই কি সঠিক পদক্ষেপ নয়? এতে রাজনৈতিক বিতর্কের অবসান হবে।”

ইশরাক উদাহরণ হিসেবে তুলে ধরেন নাহিদ ইসলামকে, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীত্ব ছেড়ে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। তার মতে, “চাইলেই উনি আরও কিছুদিন মন্ত্রী থাকতে পারতেন। কিন্তু নৈতিক দিক বিবেচনায় তিনি রাজনীতি বেছে নিয়েছেন। আগে হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জিস আলমও এমন সিদ্ধান্ত নিয়েছেন। আপনারাও চাইলে ভবিষ্যতে নির্বাচিত হয়ে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব ও সম্মান পেতে পারেন।”

তিনি আরও বলেন, “আপনাদের পদত্যাগ সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি আরও সুদৃঢ় করবে। আর পদ আঁকড়ে রাখলে দলীয় স্বার্থে পক্ষপাতের আশঙ্কা থেকেই যায়। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে কিন্তু অন্যরা।”

নিজের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “আমার বিরুদ্ধেও অনেকে সমালোচনা করেছেন। তবে জনগণের চোখে ভুল নীতি তুলে ধরার জন্যেই আমি বাধ্য হয়েছি আন্দোলনে যেতে। এটা কোনো একক সিদ্ধান্ত ছিল না, বরং যৌথ রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। আসিফ ভূঁইয়া কেবল ব্যবহৃত হয়েছেন।”

ইশরাক মন্তব্য করেন, “পুরনো বন্দোবস্তই এখনও চলছে, বরং আরও পাকাপোক্ত হচ্ছে। এই অবস্থায় আপনাদের পদত্যাগই যুক্তিযুক্ত। তবু কেন থাকতে চান?”

এদিকে আজ সকাল ১০টা পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের দাবিতে সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা। সময়সীমার মধ্যে শপথ না হলে ঢাকা অচল করার হুমকি দেওয়া হয়েছে। ডিএসসিসির পাঁচটি কর্মচারী ইউনিয়নও নাগরিক সেবা, বিশেষ করে বর্জ্য অপসারণ, বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানালেন ইশরাক

আপডেট সময় ১২:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 

রাজনীতিতে সক্রিয় অবস্থান থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (২১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই দাবি জানান।

তিনি লিখেছেন, “গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। আপনারা ইতোমধ্যেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং সামনে সরাসরি যুক্ত হবেন, এমনটা স্পষ্ট। নির্বাচনে অংশগ্রহণ করতেও পারেন। সেক্ষেত্রে পদত্যাগই কি সঠিক পদক্ষেপ নয়? এতে রাজনৈতিক বিতর্কের অবসান হবে।”

ইশরাক উদাহরণ হিসেবে তুলে ধরেন নাহিদ ইসলামকে, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীত্ব ছেড়ে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। তার মতে, “চাইলেই উনি আরও কিছুদিন মন্ত্রী থাকতে পারতেন। কিন্তু নৈতিক দিক বিবেচনায় তিনি রাজনীতি বেছে নিয়েছেন। আগে হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জিস আলমও এমন সিদ্ধান্ত নিয়েছেন। আপনারাও চাইলে ভবিষ্যতে নির্বাচিত হয়ে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব ও সম্মান পেতে পারেন।”

তিনি আরও বলেন, “আপনাদের পদত্যাগ সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি আরও সুদৃঢ় করবে। আর পদ আঁকড়ে রাখলে দলীয় স্বার্থে পক্ষপাতের আশঙ্কা থেকেই যায়। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে কিন্তু অন্যরা।”

নিজের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “আমার বিরুদ্ধেও অনেকে সমালোচনা করেছেন। তবে জনগণের চোখে ভুল নীতি তুলে ধরার জন্যেই আমি বাধ্য হয়েছি আন্দোলনে যেতে। এটা কোনো একক সিদ্ধান্ত ছিল না, বরং যৌথ রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। আসিফ ভূঁইয়া কেবল ব্যবহৃত হয়েছেন।”

ইশরাক মন্তব্য করেন, “পুরনো বন্দোবস্তই এখনও চলছে, বরং আরও পাকাপোক্ত হচ্ছে। এই অবস্থায় আপনাদের পদত্যাগই যুক্তিযুক্ত। তবু কেন থাকতে চান?”

এদিকে আজ সকাল ১০টা পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের দাবিতে সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা। সময়সীমার মধ্যে শপথ না হলে ঢাকা অচল করার হুমকি দেওয়া হয়েছে। ডিএসসিসির পাঁচটি কর্মচারী ইউনিয়নও নাগরিক সেবা, বিশেষ করে বর্জ্য অপসারণ, বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।