০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
কেনিয়ায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা ইলন মাস্কের নতুন উদ্যোগ — এআই-চালিত “Grokipedia” চালু বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার।

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানালেন ইশরাক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 74

ছবি সংগৃহীত

 

রাজনীতিতে সক্রিয় অবস্থান থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (২১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই দাবি জানান।

তিনি লিখেছেন, “গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। আপনারা ইতোমধ্যেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং সামনে সরাসরি যুক্ত হবেন, এমনটা স্পষ্ট। নির্বাচনে অংশগ্রহণ করতেও পারেন। সেক্ষেত্রে পদত্যাগই কি সঠিক পদক্ষেপ নয়? এতে রাজনৈতিক বিতর্কের অবসান হবে।”

বিজ্ঞাপন

ইশরাক উদাহরণ হিসেবে তুলে ধরেন নাহিদ ইসলামকে, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীত্ব ছেড়ে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। তার মতে, “চাইলেই উনি আরও কিছুদিন মন্ত্রী থাকতে পারতেন। কিন্তু নৈতিক দিক বিবেচনায় তিনি রাজনীতি বেছে নিয়েছেন। আগে হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জিস আলমও এমন সিদ্ধান্ত নিয়েছেন। আপনারাও চাইলে ভবিষ্যতে নির্বাচিত হয়ে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব ও সম্মান পেতে পারেন।”

তিনি আরও বলেন, “আপনাদের পদত্যাগ সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি আরও সুদৃঢ় করবে। আর পদ আঁকড়ে রাখলে দলীয় স্বার্থে পক্ষপাতের আশঙ্কা থেকেই যায়। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে কিন্তু অন্যরা।”

নিজের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “আমার বিরুদ্ধেও অনেকে সমালোচনা করেছেন। তবে জনগণের চোখে ভুল নীতি তুলে ধরার জন্যেই আমি বাধ্য হয়েছি আন্দোলনে যেতে। এটা কোনো একক সিদ্ধান্ত ছিল না, বরং যৌথ রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। আসিফ ভূঁইয়া কেবল ব্যবহৃত হয়েছেন।”

ইশরাক মন্তব্য করেন, “পুরনো বন্দোবস্তই এখনও চলছে, বরং আরও পাকাপোক্ত হচ্ছে। এই অবস্থায় আপনাদের পদত্যাগই যুক্তিযুক্ত। তবু কেন থাকতে চান?”

এদিকে আজ সকাল ১০টা পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের দাবিতে সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা। সময়সীমার মধ্যে শপথ না হলে ঢাকা অচল করার হুমকি দেওয়া হয়েছে। ডিএসসিসির পাঁচটি কর্মচারী ইউনিয়নও নাগরিক সেবা, বিশেষ করে বর্জ্য অপসারণ, বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানালেন ইশরাক

আপডেট সময় ১২:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 

রাজনীতিতে সক্রিয় অবস্থান থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (২১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই দাবি জানান।

তিনি লিখেছেন, “গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। আপনারা ইতোমধ্যেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং সামনে সরাসরি যুক্ত হবেন, এমনটা স্পষ্ট। নির্বাচনে অংশগ্রহণ করতেও পারেন। সেক্ষেত্রে পদত্যাগই কি সঠিক পদক্ষেপ নয়? এতে রাজনৈতিক বিতর্কের অবসান হবে।”

বিজ্ঞাপন

ইশরাক উদাহরণ হিসেবে তুলে ধরেন নাহিদ ইসলামকে, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীত্ব ছেড়ে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। তার মতে, “চাইলেই উনি আরও কিছুদিন মন্ত্রী থাকতে পারতেন। কিন্তু নৈতিক দিক বিবেচনায় তিনি রাজনীতি বেছে নিয়েছেন। আগে হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জিস আলমও এমন সিদ্ধান্ত নিয়েছেন। আপনারাও চাইলে ভবিষ্যতে নির্বাচিত হয়ে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব ও সম্মান পেতে পারেন।”

তিনি আরও বলেন, “আপনাদের পদত্যাগ সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি আরও সুদৃঢ় করবে। আর পদ আঁকড়ে রাখলে দলীয় স্বার্থে পক্ষপাতের আশঙ্কা থেকেই যায়। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে কিন্তু অন্যরা।”

নিজের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “আমার বিরুদ্ধেও অনেকে সমালোচনা করেছেন। তবে জনগণের চোখে ভুল নীতি তুলে ধরার জন্যেই আমি বাধ্য হয়েছি আন্দোলনে যেতে। এটা কোনো একক সিদ্ধান্ত ছিল না, বরং যৌথ রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। আসিফ ভূঁইয়া কেবল ব্যবহৃত হয়েছেন।”

ইশরাক মন্তব্য করেন, “পুরনো বন্দোবস্তই এখনও চলছে, বরং আরও পাকাপোক্ত হচ্ছে। এই অবস্থায় আপনাদের পদত্যাগই যুক্তিযুক্ত। তবু কেন থাকতে চান?”

এদিকে আজ সকাল ১০টা পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের দাবিতে সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা। সময়সীমার মধ্যে শপথ না হলে ঢাকা অচল করার হুমকি দেওয়া হয়েছে। ডিএসসিসির পাঁচটি কর্মচারী ইউনিয়নও নাগরিক সেবা, বিশেষ করে বর্জ্য অপসারণ, বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।