ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ বিশ্ব থাইরয়েড দিবস: দ্রুত শনাক্ত করুন, সুস্থ থাকুন ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে নতুন নির্দেশনা বিএনপি রাজপথে নামলে এই সরকার টিকবে না: গয়েশ্বর বন্দরে অচলাবস্থা: কলম বিরতিতে থেমে গেছে চট্টগ্রাম কাস্টমসের কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো পুরস্কার জয় করল বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ আলোচনার আশ্বাসে পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার বাড়ানো হয়েছে কোরবানির পশুর চামড়ার দাম বর্ণাঢ্য কুচকাওয়াজের সাথে নৌবাহিনীতে যোগ দিল ৪৬৩ তরুণ নাবিক কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার ৪ বছরের কারাদণ্ড পাপিয়ার

আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত গেজেটের পরই: সিইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 13

ছবি সংগৃহীত

 

 

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত গেজেট প্রকাশের পরই নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে সিইসি বলেন, “গেজেট প্রকাশের পরই সিদ্ধান্ত হবে। বাংলাদেশের আত্মা ও চেতনার আলোকে আমরা কাজ করব। গেজেট কাল প্রকাশিত হলে, সিদ্ধান্তও কালই নেওয়া হবে।”

এর আগে গত ১০ মে (শুক্রবার) রাতে ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আসিফ নজরুল বলেন, “দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা বিধান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার লক্ষ্যে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম, এমনকি সাইবার স্পেসে তাদের উপস্থিতিও নিষিদ্ধ করা হয়েছে।”

তিনি আরও জানান, “আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

আইন উপদেষ্টার মতে, প্রয়োজনীয় পরিপত্র আগামী কর্মদিবসেই জারি করা হবে।

আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশের রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। তবে এই সিদ্ধান্তের আইনগত ভিত্তি, প্রক্রিয়া ও বাস্তবায়ন নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। অনেকে একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখলেও অন্যরা বলছেন, এটি একটি নিরাপত্তা-ভিত্তিক পদক্ষেপ।

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এখন সকলের নজর গেজেট প্রকাশের দিকে। গেজেট প্রকাশের পরই স্পষ্ট হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত গেজেটের পরই: সিইসি

আপডেট সময় ১২:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

 

 

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত গেজেট প্রকাশের পরই নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে সিইসি বলেন, “গেজেট প্রকাশের পরই সিদ্ধান্ত হবে। বাংলাদেশের আত্মা ও চেতনার আলোকে আমরা কাজ করব। গেজেট কাল প্রকাশিত হলে, সিদ্ধান্তও কালই নেওয়া হবে।”

এর আগে গত ১০ মে (শুক্রবার) রাতে ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আসিফ নজরুল বলেন, “দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা বিধান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার লক্ষ্যে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম, এমনকি সাইবার স্পেসে তাদের উপস্থিতিও নিষিদ্ধ করা হয়েছে।”

তিনি আরও জানান, “আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

আইন উপদেষ্টার মতে, প্রয়োজনীয় পরিপত্র আগামী কর্মদিবসেই জারি করা হবে।

আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশের রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। তবে এই সিদ্ধান্তের আইনগত ভিত্তি, প্রক্রিয়া ও বাস্তবায়ন নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। অনেকে একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখলেও অন্যরা বলছেন, এটি একটি নিরাপত্তা-ভিত্তিক পদক্ষেপ।

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এখন সকলের নজর গেজেট প্রকাশের দিকে। গেজেট প্রকাশের পরই স্পষ্ট হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান।