মালয়েশিয়ায় প্রবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার আওতায় প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শেষ হচ্ছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, এ সময়সীমার পর কোনো অবৈধ অভিবাসীকে দেশে থাকতে দেওয়া হবে না। ৩১ ডিসেম্বরের মধ্যে ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ কর্মসূচির আওতায় ইতোমধ্যে ১ লাখ ৮৬ হাজার ১০৭ জন বিদেশি নাগরিক দেশে ফিরেছেন।
মার্চ মাসে শুরু হওয়া এই কর্মসূচিতে ১১১টি দেশের ২ লাখ ১৬ হাজার ৪৭১ জন নিবন্ধন করেছেন। সর্বাধিক প্রত্যাবাসিতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার এবং নেপালের নাগরিকরা রয়েছেন। যদিও শেষ পর্যন্ত কতজন বাংলাদেশি দেশে ফিরেছেন তা জানা যায়নি। বেশিরভাগই কর্মহীন বা বৈধ কাগজপত্রবিহীন প্রবাসী। অনেকেই প্রতারণার শিকার হয়ে দেশে ফিরছেন।
এ কর্মসূচি সরকারিভাবে স্বাগত জানানো হলেও এর দুর্বলতাগুলো সমালোচিত হয়েছে। ।