ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শান্তি আলোচনার মধ্যেই রক্তাক্ত লড়াই: ইউক্রেন-রাশিয়া হামলা-পাল্টা হামলায় হতাহতের মিছিল জাতীয় নির্বাচনের আগে ৯ দফা সংস্কারে ইসির দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলেন ইসি সচিব ঈদে বাড়বে যৌথবাহিনীর তৎপরতা, অপরাধ দমনে জিরো টলারেন্সে থাকবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা শীর্ষ বৈঠকের সম্ভাবনা, ইউনূস-মোদি বৈঠকে ঢাকার আগ্রহ, দিল্লির সাড়া প্রতীক্ষায়: পররাষ্ট্রসচিব স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা  বাংলাদেশে আসছে ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে স্টারলিংক ইন্টারনেট: বাণিজ্যিক সম্প্রচারে বড় অগ্রগতি জীবদ্দশায় জাতীয় পুরস্কার প্রদানের নিয়ম চালু করার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান  গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরাসহ দুই সাংবাদিক নিহত: জিএমওর তীব্র নিন্দা ভুতুড়ে টিআরপিতে বিপাকে টিভি চ্যানেল, জবাবদিহির দাবি গণমাধ্যম কমিশনের তামিম ইকবাল ভাল আছেন, শঙ্কা কিছুটা কমলেও সতর্ক থাকতে বললেন চিকিৎসকেরা

হজে যেতে পারবে না ১৫ বছরের নিচের কেউ, বিপাকে অভিভাবকরা – সমাধানে ধর্ম মন্ত্রণালয়

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

চলতি বছর পবিত্র হজে অংশ নিতে চাইলেও ১৫ বছরের কম বয়সী কেউই এবার সৌদি আরব যেতে পারবে না সৌদি সরকারের এই নতুন সিদ্ধান্তে পড়েছেন বিপাকে অনেক হজযাত্রী। অনেকেই ইতোমধ্যে সন্তানসহ চূড়ান্তভাবে নিবন্ধন করে ফেলেছেন। ফলে তৈরি হয়েছে এক অনিশ্চয়তা, যা দূর করতে এগিয়ে এসেছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব হজযাত্রীর সন্তান ১৫ বছরের নিচে এবং আগে থেকে নিবন্ধিত, তারা চাইলে বিকল্প ব্যবস্থা নিতে পারবেন। যদি ওই শিশু হজে যেতে না পারে এবং তার পিতা-মাতা বা অভিভাবকও যেতে অপারগ হন, তবে একইসংখ্যক অন্য প্রাক-নিবন্ধিত হজযাত্রীকে তাদের স্থানে প্রতিস্থাপন করা যাবে।

তবে কেউ যদি প্রতিস্থাপনের সুযোগ না পান, কিংবা নতুন কাউকে খুঁজে না পান, সে ক্ষেত্রে পুরো রেজিস্ট্রেশন ফির অর্থ ফেরত দেওয়া হবে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। বেসরকারি হজ এজেন্সিগুলোকে এ বিষয়ে হজযাত্রীদের যথাযথ সহায়তা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ১২ মার্চ সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের হজ মৌসুমে অংশ নিতে আগ্রহীদের বয়স অন্তত ১৫ বছর হতে হবে। শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্য বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

পাসপোর্ট অনুযায়ী জন্মতারিখ ধরে বয়স নির্ধারণ করা হবে। সরকারি ও বেসরকারি হজযাত্রী, হজ এজেন্সি, সংশ্লিষ্ট ব্যাংকসহ সব পক্ষকে এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

তবে এমন অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবকদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের এ উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি এনেছে। এখন দেখার বিষয়, নতুন এ নিয়মের আলোকে কীভাবে সামাল দেওয়া যায় অনিশ্চয়তায় পড়া পরিবারগুলোর হজ পরিকল্পনাকে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
৫০৭ বার পড়া হয়েছে

হজে যেতে পারবে না ১৫ বছরের নিচের কেউ, বিপাকে অভিভাবকরা – সমাধানে ধর্ম মন্ত্রণালয়

আপডেট সময় ০৬:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

 

চলতি বছর পবিত্র হজে অংশ নিতে চাইলেও ১৫ বছরের কম বয়সী কেউই এবার সৌদি আরব যেতে পারবে না সৌদি সরকারের এই নতুন সিদ্ধান্তে পড়েছেন বিপাকে অনেক হজযাত্রী। অনেকেই ইতোমধ্যে সন্তানসহ চূড়ান্তভাবে নিবন্ধন করে ফেলেছেন। ফলে তৈরি হয়েছে এক অনিশ্চয়তা, যা দূর করতে এগিয়ে এসেছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব হজযাত্রীর সন্তান ১৫ বছরের নিচে এবং আগে থেকে নিবন্ধিত, তারা চাইলে বিকল্প ব্যবস্থা নিতে পারবেন। যদি ওই শিশু হজে যেতে না পারে এবং তার পিতা-মাতা বা অভিভাবকও যেতে অপারগ হন, তবে একইসংখ্যক অন্য প্রাক-নিবন্ধিত হজযাত্রীকে তাদের স্থানে প্রতিস্থাপন করা যাবে।

তবে কেউ যদি প্রতিস্থাপনের সুযোগ না পান, কিংবা নতুন কাউকে খুঁজে না পান, সে ক্ষেত্রে পুরো রেজিস্ট্রেশন ফির অর্থ ফেরত দেওয়া হবে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। বেসরকারি হজ এজেন্সিগুলোকে এ বিষয়ে হজযাত্রীদের যথাযথ সহায়তা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ১২ মার্চ সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের হজ মৌসুমে অংশ নিতে আগ্রহীদের বয়স অন্তত ১৫ বছর হতে হবে। শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্য বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

পাসপোর্ট অনুযায়ী জন্মতারিখ ধরে বয়স নির্ধারণ করা হবে। সরকারি ও বেসরকারি হজযাত্রী, হজ এজেন্সি, সংশ্লিষ্ট ব্যাংকসহ সব পক্ষকে এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

তবে এমন অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবকদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের এ উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি এনেছে। এখন দেখার বিষয়, নতুন এ নিয়মের আলোকে কীভাবে সামাল দেওয়া যায় অনিশ্চয়তায় পড়া পরিবারগুলোর হজ পরিকল্পনাকে।