০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

পুলিশের কল্যাণে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ প্রধান উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 88

ছবি: সংগৃহীত

 

তৃণমূল পর্যায়ে কর্মরত পুলিশের সুবিধা ও কার্যক্ষমতা বাড়াতে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৯ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। এর আগে, ১৭ মার্চ মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে কর্মকর্তারা তাঁদের সুবিধা-অসুবিধার বিষয়ে আলোচনা করেন। সেই আলোচনা পর্যালোচনা করেই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, পুলিশের কার্যকারিতা মূল্যায়ন করে জেলা পুলিশকে শ্রেণিভুক্ত করা হবে। যেসব জেলায় কর্মদক্ষতা তুলনামূলক কম, সেসব জেলার পুলিশের কর্মক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং বাতিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে, যাতে মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যরা ন্যায্য সুবিধা পান। পাশাপাশি, পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ ও ১৪০টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা তাঁদের যানবাহনসংকট অনেকটাই কমিয়ে আনবে।

প্রধান উপদেষ্টা আরও নির্দেশনা দিয়েছেন, পুলিশের চলমান নির্মাণ প্রকল্পগুলোর মধ্যে যেগুলোর ৭০ শতাংশের কম কাজ হয়েছে, সেগুলোর জন্য প্রয়োজনীয় অর্থ ছাড়ের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে, ভাড়াকৃত ভবনে থাকা ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড়ের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এছাড়া, পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) ও সহকারী সাব-ইন্সপেক্টরদের (এএসআই) জন্য মোটরসাইকেল কেনার ক্ষেত্রে সুদমুক্ত ঋণের সুবিধা দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।

পুলিশের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার এই উদ্যোগকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন। বিশেষ করে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের কর্মক্ষমতা বাড়াতে এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

পুলিশের কল্যাণে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ প্রধান উপদেষ্টার

আপডেট সময় ০৫:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

তৃণমূল পর্যায়ে কর্মরত পুলিশের সুবিধা ও কার্যক্ষমতা বাড়াতে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৯ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। এর আগে, ১৭ মার্চ মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে কর্মকর্তারা তাঁদের সুবিধা-অসুবিধার বিষয়ে আলোচনা করেন। সেই আলোচনা পর্যালোচনা করেই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, পুলিশের কার্যকারিতা মূল্যায়ন করে জেলা পুলিশকে শ্রেণিভুক্ত করা হবে। যেসব জেলায় কর্মদক্ষতা তুলনামূলক কম, সেসব জেলার পুলিশের কর্মক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং বাতিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে, যাতে মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যরা ন্যায্য সুবিধা পান। পাশাপাশি, পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ ও ১৪০টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা তাঁদের যানবাহনসংকট অনেকটাই কমিয়ে আনবে।

প্রধান উপদেষ্টা আরও নির্দেশনা দিয়েছেন, পুলিশের চলমান নির্মাণ প্রকল্পগুলোর মধ্যে যেগুলোর ৭০ শতাংশের কম কাজ হয়েছে, সেগুলোর জন্য প্রয়োজনীয় অর্থ ছাড়ের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে, ভাড়াকৃত ভবনে থাকা ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড়ের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এছাড়া, পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) ও সহকারী সাব-ইন্সপেক্টরদের (এএসআই) জন্য মোটরসাইকেল কেনার ক্ষেত্রে সুদমুক্ত ঋণের সুবিধা দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।

পুলিশের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার এই উদ্যোগকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন। বিশেষ করে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের কর্মক্ষমতা বাড়াতে এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।