০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

প্রবাসীদের ভোটার নিবন্ধনে আগ্রহ, নয় মাসে আবেদন ৪২ হাজারের বেশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 108

ছবি: সংগৃহীত

 

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের হার বাড়ছে। গত নয় মাসে ৪২ হাজার ২৬৯ জন প্রবাসী ভোটার হতে অনলাইনে আবেদন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শাখার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত ও মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোর মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে আবেদনকারীদের অনলাইনে নিবন্ধন করে দূতাবাসে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ প্রদান করতে হচ্ছে।

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে, যেখানে ১৮ হাজার ৫৮৯ জন প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। অন্যদিকে, সবচেয়ে কম আবেদন এসেছে মালয়েশিয়া থেকে, মাত্র ৭৮৪টি।

এই সময়ে জমা পড়া ৪২ হাজার ২৬৯টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩ হাজার ৪০১টি বাতিল হয়েছে। উপজেলা নির্বাচন অফিসে ২০ হাজার ১৮৪টি আবেদন তদন্তাধীন রয়েছে। ইতোমধ্যে ১৭ হাজার ৬০৭ জনের আবেদন অনুমোদিত হয়েছে, আর ৪৫৭ জনের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এখন পর্যন্ত বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে ২২ হাজার ১২৮ জনের আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করা হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নির্বাচন কমিশন কাজ চালিয়ে যাচ্ছে।

নির্বাচন কমিশন বলছে, বিশ্বের ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা উল্লেখযোগ্য। তাই শুধু এই সাতটি দেশে নয়, আরও বেশি দেশে নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বায়রা-এর সহযোগিতায় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। প্রবাসীদের ভোটার অন্তর্ভুক্তির মাধ্যমে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

প্রবাসীদের ভোটার নিবন্ধনে আগ্রহ, নয় মাসে আবেদন ৪২ হাজারের বেশি

আপডেট সময় ০৩:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের হার বাড়ছে। গত নয় মাসে ৪২ হাজার ২৬৯ জন প্রবাসী ভোটার হতে অনলাইনে আবেদন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শাখার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত ও মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোর মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে আবেদনকারীদের অনলাইনে নিবন্ধন করে দূতাবাসে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ প্রদান করতে হচ্ছে।

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে, যেখানে ১৮ হাজার ৫৮৯ জন প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। অন্যদিকে, সবচেয়ে কম আবেদন এসেছে মালয়েশিয়া থেকে, মাত্র ৭৮৪টি।

এই সময়ে জমা পড়া ৪২ হাজার ২৬৯টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩ হাজার ৪০১টি বাতিল হয়েছে। উপজেলা নির্বাচন অফিসে ২০ হাজার ১৮৪টি আবেদন তদন্তাধীন রয়েছে। ইতোমধ্যে ১৭ হাজার ৬০৭ জনের আবেদন অনুমোদিত হয়েছে, আর ৪৫৭ জনের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এখন পর্যন্ত বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে ২২ হাজার ১২৮ জনের আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করা হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নির্বাচন কমিশন কাজ চালিয়ে যাচ্ছে।

নির্বাচন কমিশন বলছে, বিশ্বের ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা উল্লেখযোগ্য। তাই শুধু এই সাতটি দেশে নয়, আরও বেশি দেশে নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বায়রা-এর সহযোগিতায় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। প্রবাসীদের ভোটার অন্তর্ভুক্তির মাধ্যমে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করছে নির্বাচন কমিশন।