ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরাসি নেতার দাবি: ‘স্ট্যাচু অফ লিবারর্টি ফিরিয়ে দিন’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা চালের দুটি জাহাজ রোজা অবস্থায় যদি কয়েল বা আগরবাতির ধোঁয়া নাকে যায়, তবে কি রোজা ভঙ্গ হবে? এআই মিথ্যাচার রোধে স্পেনের ঐতিহাসিক আইন: বড় জরিমানার বিধান পিলখানা বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ২৩৯ আসামির জামিন আদেশ ১০ এপ্রিল আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত হলে প্রতিটি যুদ্ধেই বিজয় অর্জন করা সম্ভব: প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মার্কিন অস্ত্র ক্রয় কমিটির প্রধান গ্যারি পিটার্স নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী, দ্রুত বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিতকরণের উদ্যোগ: আইন উপদেষ্টা গ্রীষ্ম ও রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নির্দেশনা এক দশক পর ভারত-নিউজিল্যান্ডের ফের মুক্ত বাণিজ্য আলোচনার সূচনা

নির্বাচন কমিশনের সঙ্গে ওআইসি মিশন প্রধানদের বৈঠক: সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন ইসলামী সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) ১৯টি দেশের মিশন প্রধানরা। সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশনের প্রস্তুতি ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে বৈঠকে আলোচনা হয়। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেছেন। ওআইসি দেশগুলোর প্রতিনিধিরাও একই প্রসঙ্গে কমিশনের দৃষ্টিভঙ্গি ও প্রস্তুতি সম্পর্কে জানতে চান।

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে বৈঠকে জানানো হয়। কমিশনের পক্ষ থেকে বলা হয়, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের মতামত, নির্বাচনী পর্যবেক্ষকদের ভূমিকা এবং নিরাপত্তার বিষয়গুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়।

ওআইসি প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা নির্বাচন কমিশনের প্রস্তুতি ও পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করেন এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কমিশনকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

বৈঠক শেষে উভয়পক্ষই আলোচনা সম্পর্কে ব্রিফ করার কথা রয়েছে। নির্বাচন কমিশন বলেছে, সব মহলের আস্থা অর্জনের জন্য তারা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
৫০৪ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের সঙ্গে ওআইসি মিশন প্রধানদের বৈঠক: সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা

আপডেট সময় ০১:৪৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন ইসলামী সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) ১৯টি দেশের মিশন প্রধানরা। সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশনের প্রস্তুতি ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে বৈঠকে আলোচনা হয়। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেছেন। ওআইসি দেশগুলোর প্রতিনিধিরাও একই প্রসঙ্গে কমিশনের দৃষ্টিভঙ্গি ও প্রস্তুতি সম্পর্কে জানতে চান।

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে বৈঠকে জানানো হয়। কমিশনের পক্ষ থেকে বলা হয়, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের মতামত, নির্বাচনী পর্যবেক্ষকদের ভূমিকা এবং নিরাপত্তার বিষয়গুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়।

ওআইসি প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা নির্বাচন কমিশনের প্রস্তুতি ও পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করেন এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কমিশনকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

বৈঠক শেষে উভয়পক্ষই আলোচনা সম্পর্কে ব্রিফ করার কথা রয়েছে। নির্বাচন কমিশন বলেছে, সব মহলের আস্থা অর্জনের জন্য তারা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।