নির্বাচন কমিশনের সঙ্গে ওআইসি মিশন প্রধানদের বৈঠক: সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন ইসলামী সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) ১৯টি দেশের মিশন প্রধানরা। সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশনের প্রস্তুতি ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে বৈঠকে আলোচনা হয়। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেছেন। ওআইসি দেশগুলোর প্রতিনিধিরাও একই প্রসঙ্গে কমিশনের দৃষ্টিভঙ্গি ও প্রস্তুতি সম্পর্কে জানতে চান।
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে বৈঠকে জানানো হয়। কমিশনের পক্ষ থেকে বলা হয়, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের মতামত, নির্বাচনী পর্যবেক্ষকদের ভূমিকা এবং নিরাপত্তার বিষয়গুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়।
ওআইসি প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা নির্বাচন কমিশনের প্রস্তুতি ও পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করেন এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কমিশনকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
বৈঠক শেষে উভয়পক্ষই আলোচনা সম্পর্কে ব্রিফ করার কথা রয়েছে। নির্বাচন কমিশন বলেছে, সব মহলের আস্থা অর্জনের জন্য তারা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।