ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক: গণতন্ত্র ও সমসাময়িক ইস্যুতে আলোচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 32

ছবি: সংগৃহীত

 

বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ আরও অনেকে। বৈঠকে রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র, মানবাধিকার এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

এর আগে, শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘ হাউসের উদ্বোধন করেন আন্তোনিও গুতেরেস। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব নতুন কার্যালয়ের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

জাতিসংঘের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীও ঘুরে দেখেন মহাসচিব। সেখানে বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির আলোকচিত্র তুলে ধরা হয়। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং জাতিসংঘের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, বিকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে। এই সংবাদ সম্মেলনে জাতিসংঘ ও বাংলাদেশের সম্পর্ক, চলমান বৈশ্বিক ইস্যু, জলবায়ু পরিবর্তন এবং মানবাধিকার নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশের কূটনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চা এবং মানবাধিকার নিয়ে তার সঙ্গে আলোচনার বিষয়টি যথেষ্ট গুরুত্ব বহন করছে।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক: গণতন্ত্র ও সমসাময়িক ইস্যুতে আলোচনা

আপডেট সময় ০৫:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

 

বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ আরও অনেকে। বৈঠকে রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র, মানবাধিকার এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

এর আগে, শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘ হাউসের উদ্বোধন করেন আন্তোনিও গুতেরেস। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব নতুন কার্যালয়ের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

জাতিসংঘের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীও ঘুরে দেখেন মহাসচিব। সেখানে বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির আলোকচিত্র তুলে ধরা হয়। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং জাতিসংঘের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, বিকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে। এই সংবাদ সম্মেলনে জাতিসংঘ ও বাংলাদেশের সম্পর্ক, চলমান বৈশ্বিক ইস্যু, জলবায়ু পরিবর্তন এবং মানবাধিকার নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশের কূটনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চা এবং মানবাধিকার নিয়ে তার সঙ্গে আলোচনার বিষয়টি যথেষ্ট গুরুত্ব বহন করছে।