ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক: গণতন্ত্র ও সমসাময়িক ইস্যুতে আলোচনা কুয়েতে দক্ষ জনশক্তি নিয়োগ ও নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে বাংলাদেশ, জানালেন রাষ্ট্রদূত সংবিধান সংস্কারে গণপরিষদের দাবি, রাজনৈতিক ঐকমত্যের আহ্বান জানালেন নাহিদ ইসলাম পাকিস্তান থেকে দ্বিতীয় চালান: চট্টগ্রাম বন্দরে পৌঁছালো ২৬ হাজার ২৫০ টন চাল ভারতীয় সিনেমায় অভিষেক ডেভিড ওয়ার্নারের, বললেন ‘ভারতীয় সিনেমা, আমি আসছি’ ৬০-এ প্রেমের নতুন অধ্যায়! জন্মদিনে রহস্যময়ী গৌরীকে প্রকাশ্যে আনলেন আমির খান মাগুরায় ধর্ষণের প্রতিবাদে জামায়াতের পাঁচ দফা দাবি: দ্রুত বিচার ও কোরআনের আইন বাস্তবায়নের আহ্বান রাজধানীতে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ৩৮ রাউন্ড গুলি ও সন্ত্রাসী গ্রেফতার ঢাকায় জাতিসংঘের নতুন ভবনের উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিটরুট এর পুষ্টিগুণ ও উপকারিতা

জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর: সংকটময় পরিস্থিতিতে পাশে থাকার প্রতিশ্রুতি

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘ সবসময় দেশের পাশে থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মীদের উদ্দেশে তিনি এই প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করে গুতেরেস বলেন, “বাংলাদেশ যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে আমরা এখানে আছি, আপনাদের পাশে।” তিনি আরও জানান, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য জাতিসংঘ সহযোগিতা প্রদান করবে।

এ সফরের দ্বিতীয় দিনে, শুক্রবার (১৪ মার্চ), গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করেন। তিনি সেখানে রোহিঙ্গাদের শর্ত এবং পুনর্বাসনের বিষয়েও আলোচনা করেন।

দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসে মহাসচিব গুতেরেস ১৩ মার্চ বিকেলে ঢাকায় পৌঁছান। দীর্ঘ সাত বছর পর তিনি আবার বাংলাদেশে আসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তৃতীয় দিনেও জাতিসংঘ মহাসচিবের কর্মসূচি ছিল অত্যন্ত ব্যস্ত। গুলশানে জাতিসংঘের কার্যালয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও তিনি বিভিন্ন সেশনে অংশগ্রহণ করেন। এছাড়া, তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের এবং সুশীল সমাজ ও যুব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

সফরের শেষে, দুপুরে গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এ সফরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি ও জাতিসংঘের ভবিষ্যত সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
৫০৯ বার পড়া হয়েছে

জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর: সংকটময় পরিস্থিতিতে পাশে থাকার প্রতিশ্রুতি

আপডেট সময় ০৩:৫৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

 

বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘ সবসময় দেশের পাশে থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মীদের উদ্দেশে তিনি এই প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করে গুতেরেস বলেন, “বাংলাদেশ যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে আমরা এখানে আছি, আপনাদের পাশে।” তিনি আরও জানান, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য জাতিসংঘ সহযোগিতা প্রদান করবে।

এ সফরের দ্বিতীয় দিনে, শুক্রবার (১৪ মার্চ), গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করেন। তিনি সেখানে রোহিঙ্গাদের শর্ত এবং পুনর্বাসনের বিষয়েও আলোচনা করেন।

দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসে মহাসচিব গুতেরেস ১৩ মার্চ বিকেলে ঢাকায় পৌঁছান। দীর্ঘ সাত বছর পর তিনি আবার বাংলাদেশে আসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তৃতীয় দিনেও জাতিসংঘ মহাসচিবের কর্মসূচি ছিল অত্যন্ত ব্যস্ত। গুলশানে জাতিসংঘের কার্যালয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও তিনি বিভিন্ন সেশনে অংশগ্রহণ করেন। এছাড়া, তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের এবং সুশীল সমাজ ও যুব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

সফরের শেষে, দুপুরে গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এ সফরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি ও জাতিসংঘের ভবিষ্যত সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।