জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর: সংকটময় পরিস্থিতিতে পাশে থাকার প্রতিশ্রুতি
বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘ সবসময় দেশের পাশে থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শনকালে সেখানে কর্মীদের উদ্দেশে তিনি এই প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করে গুতেরেস বলেন, “বাংলাদেশ যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে আমরা এখানে আছি, আপনাদের পাশে।” তিনি আরও জানান, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য জাতিসংঘ সহযোগিতা প্রদান করবে।
এ সফরের দ্বিতীয় দিনে, শুক্রবার (১৪ মার্চ), গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করেন। তিনি সেখানে রোহিঙ্গাদের শর্ত এবং পুনর্বাসনের বিষয়েও আলোচনা করেন।
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসে মহাসচিব গুতেরেস ১৩ মার্চ বিকেলে ঢাকায় পৌঁছান। দীর্ঘ সাত বছর পর তিনি আবার বাংলাদেশে আসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তৃতীয় দিনেও জাতিসংঘ মহাসচিবের কর্মসূচি ছিল অত্যন্ত ব্যস্ত। গুলশানে জাতিসংঘের কার্যালয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও তিনি বিভিন্ন সেশনে অংশগ্রহণ করেন। এছাড়া, তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের এবং সুশীল সমাজ ও যুব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
সফরের শেষে, দুপুরে গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এ সফরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি ও জাতিসংঘের ভবিষ্যত সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।