০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

দেশের স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে হবে: মাহফুজ আলম”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 74

ছবি: সংগৃহীত

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “দেশ এখনও পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারেনি, অনেক পথ বাকি রয়েছে। ধর্ম, বর্ণ বা সম্প্রদায় নির্বিশেষে, সবাই মানুষ এবং রাষ্ট্রকে তাদের সমান অধিকার নিশ্চিত করতে হবে।”

গতকাল শুক্রবার তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, “রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, তাদের উচিত সকলের জন্য সমানভাবে কাজ করা এবং দল-মত নির্বিশেষে জনগণের অধিকার রক্ষা করা।”

শহীদ আব্দুল মালেক অডিটরিয়ামে আয়োজিত এই ইফতার মাহফিলে উপদেষ্টা বলেন, “জুলাই আন্দোলনে মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের অসীম অবদান রয়েছে, তবে স্বৈরশাসনের সময় তারা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছিল।”

এসময় তিনি দেশপ্রেম এবং সমাজের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে তরুণ সমাজকে উদ্ভুদ্ধ করেন, যাতে তারা নিজেদের জাতি ও দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত হয়।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, প্রভাষক ইসহাক আলী, সহকারী অধ্যাপক সালমান ফারসি, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের সাবেক ভিপি খায়রুল আনাম, ছাত্রসংসদের জিএস সাইদুল ইসলাম প্রমুখ।

এদের বক্তব্যে দেশপ্রেম, সমান অধিকার এবং জাতির সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধ কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। সমাজের সর্বস্তরের মানুষের জন্য সমান অধিকার প্রতিষ্ঠায় এবং সঠিক নেতৃত্বে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় এই ইফতার মাহফিল থেকে।

নিউজটি শেয়ার করুন

দেশের স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে হবে: মাহফুজ আলম”

আপডেট সময় ১১:২২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “দেশ এখনও পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারেনি, অনেক পথ বাকি রয়েছে। ধর্ম, বর্ণ বা সম্প্রদায় নির্বিশেষে, সবাই মানুষ এবং রাষ্ট্রকে তাদের সমান অধিকার নিশ্চিত করতে হবে।”

গতকাল শুক্রবার তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, “রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, তাদের উচিত সকলের জন্য সমানভাবে কাজ করা এবং দল-মত নির্বিশেষে জনগণের অধিকার রক্ষা করা।”

শহীদ আব্দুল মালেক অডিটরিয়ামে আয়োজিত এই ইফতার মাহফিলে উপদেষ্টা বলেন, “জুলাই আন্দোলনে মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের অসীম অবদান রয়েছে, তবে স্বৈরশাসনের সময় তারা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছিল।”

এসময় তিনি দেশপ্রেম এবং সমাজের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে তরুণ সমাজকে উদ্ভুদ্ধ করেন, যাতে তারা নিজেদের জাতি ও দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত হয়।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, প্রভাষক ইসহাক আলী, সহকারী অধ্যাপক সালমান ফারসি, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের সাবেক ভিপি খায়রুল আনাম, ছাত্রসংসদের জিএস সাইদুল ইসলাম প্রমুখ।

এদের বক্তব্যে দেশপ্রেম, সমান অধিকার এবং জাতির সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধ কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। সমাজের সর্বস্তরের মানুষের জন্য সমান অধিকার প্রতিষ্ঠায় এবং সঠিক নেতৃত্বে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় এই ইফতার মাহফিল থেকে।