ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতার তিন দিনের রিমান্ড, গ্রেপ্তার দেখানো হলো আরও এক নেত্রীকে সরকারি তিন দপ্তরে শীর্ষ পদে রদবদল শক্তিশালী ষড়যন্ত্রের ছায়ায় বেলুচিস্তানে ট্রেন ছিনতাই, রাষ্ট্রীয় শক্তির জড়িত থাকা নিয়ে সন্দেহ বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দুই বিভাগে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি দুইবার ‘কার্ডিয়াক অ্যারেস্টে’, অবস্থা আরো অবনতির পথে রংপুরে একযুগ পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আ. লীগের দুই সাবেক এমপির নামে মামলা বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ সিগারেটের ব্যবহার কমানোর জন্য ট্যাক্স বাড়ানো যথেষ্ট নয়: শফিকুল আলম শাহবাগীদের কারণে ‘গডমাদার অফ ফ্যাসিজম’ হলেন হাসিনা: শিবির সভাপতি ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪

জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর: রোহিঙ্গা সংকট ও রাখাইনের মানবিক বিপর্যয় নিয়ে আলোচনা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

আগামী বৃহস্পতিবার চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রায় সাত বছর পর তাঁর দ্বিতীয় সফরে মূল আলোচ্য বিষয় হবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার পরিস্থিতি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন গুতেরেস। পরে তাঁরা একসঙ্গে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানিয়েছেন, রমজান মাস উপলক্ষে সংহতি প্রকাশ করতে গুতেরেস এই সফরে আসছেন। রোহিঙ্গা পরিস্থিতি এবং আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় থাকবে।

কক্সবাজার সফর ও রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শুক্রবার সকালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সাক্ষাৎ করবেন। এরপর অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তাঁরা কক্সবাজারে রওনা দেবেন।

কক্সবাজারে জাতিসংঘের বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রম সম্পর্কে ব্রিফ করবে। পরে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন গুতেরেস। রাত্রে তিনি ঢাকায় ফিরে আসবেন।

ঢাকায় বৈঠক ও সংবাদ সম্মেলন

শনিবার জাতিসংঘ কার্যালয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন গুতেরেস। পরে তিনি যুবসমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। বিকেলে একটি যৌথ সংবাদ সম্মেলনের পর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আয়োজিত ইফতার ও নৈশভোজে যোগ দেবেন। রোববার সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।

রাখাইনের দুর্ভিক্ষ পরিস্থিতি ও বাংলাদেশের ভূমিকা

মিয়ানমারের রাখাইনে চলমান গৃহযুদ্ধের ফলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে এবং নতুন করে শরণার্থীদের ঢল নামতে পারে। এই সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

তবে বাংলাদেশ এখনো এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়নি। নিরাপত্তা ও অন্যান্য ঝুঁকির কথা বিবেচনা করে সরকার এই প্রস্তাবের ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
৫০৬ বার পড়া হয়েছে

জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর: রোহিঙ্গা সংকট ও রাখাইনের মানবিক বিপর্যয় নিয়ে আলোচনা

আপডেট সময় ১১:১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

 

আগামী বৃহস্পতিবার চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রায় সাত বছর পর তাঁর দ্বিতীয় সফরে মূল আলোচ্য বিষয় হবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার পরিস্থিতি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন গুতেরেস। পরে তাঁরা একসঙ্গে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানিয়েছেন, রমজান মাস উপলক্ষে সংহতি প্রকাশ করতে গুতেরেস এই সফরে আসছেন। রোহিঙ্গা পরিস্থিতি এবং আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় থাকবে।

কক্সবাজার সফর ও রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শুক্রবার সকালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সাক্ষাৎ করবেন। এরপর অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তাঁরা কক্সবাজারে রওনা দেবেন।

কক্সবাজারে জাতিসংঘের বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রম সম্পর্কে ব্রিফ করবে। পরে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন গুতেরেস। রাত্রে তিনি ঢাকায় ফিরে আসবেন।

ঢাকায় বৈঠক ও সংবাদ সম্মেলন

শনিবার জাতিসংঘ কার্যালয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন গুতেরেস। পরে তিনি যুবসমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। বিকেলে একটি যৌথ সংবাদ সম্মেলনের পর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আয়োজিত ইফতার ও নৈশভোজে যোগ দেবেন। রোববার সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।

রাখাইনের দুর্ভিক্ষ পরিস্থিতি ও বাংলাদেশের ভূমিকা

মিয়ানমারের রাখাইনে চলমান গৃহযুদ্ধের ফলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে এবং নতুন করে শরণার্থীদের ঢল নামতে পারে। এই সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

তবে বাংলাদেশ এখনো এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়নি। নিরাপত্তা ও অন্যান্য ঝুঁকির কথা বিবেচনা করে সরকার এই প্রস্তাবের ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে।