১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর: ১৩ মার্চ থেকে শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 87

ছবি: সংগৃহীত

 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ থেকে চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরের পুরো সময়কালেই মহাসচিবের নিরাপত্তায় থাকবে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)।

৬ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে জাতিসংঘ মহাসচিবকে ১৩-১৬ মার্চ পর্যন্ত ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১ অনুযায়ী, গুতেরেস রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের মতো বিশেষ নিরাপত্তার আওতায় থাকবেন।

বিজ্ঞাপন

সফরের সময়, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠক করবেন এবং তরুণ নারী-পুরুষ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি কক্সবাজারে একটি ইফতার অনুষ্ঠানে যোগদান করবেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর পাশাপাশি, শরণার্থীদের সহায়তায় কাজ করা স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গেও তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

উল্লেখ্য, এর আগেও ২০১৮ সালের জুলাই মাসে গুতেরেস বাংলাদেশ সফর করেছিলেন। এবারের সফরটি তার বাংলাদেশে আসার দ্বিতীয়বার।

জাতিসংঘ মহাসচিবের এই সফর দেশের পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে, যা বাংলাদেশের ভূমিকা আরও দৃঢ় করবে। আশা করা যাচ্ছে, এই সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরো সুসংহত করবে এবং মানবাধিকার ও শরণার্থী সমস্যার ক্ষেত্রে জাতিসংঘের সমর্থন শক্তিশালী করবে।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর: ১৩ মার্চ থেকে শুরু

আপডেট সময় ১১:৫৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ থেকে চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরের পুরো সময়কালেই মহাসচিবের নিরাপত্তায় থাকবে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)।

৬ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে জাতিসংঘ মহাসচিবকে ১৩-১৬ মার্চ পর্যন্ত ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১ অনুযায়ী, গুতেরেস রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের মতো বিশেষ নিরাপত্তার আওতায় থাকবেন।

বিজ্ঞাপন

সফরের সময়, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠক করবেন এবং তরুণ নারী-পুরুষ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি কক্সবাজারে একটি ইফতার অনুষ্ঠানে যোগদান করবেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর পাশাপাশি, শরণার্থীদের সহায়তায় কাজ করা স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গেও তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

উল্লেখ্য, এর আগেও ২০১৮ সালের জুলাই মাসে গুতেরেস বাংলাদেশ সফর করেছিলেন। এবারের সফরটি তার বাংলাদেশে আসার দ্বিতীয়বার।

জাতিসংঘ মহাসচিবের এই সফর দেশের পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে, যা বাংলাদেশের ভূমিকা আরও দৃঢ় করবে। আশা করা যাচ্ছে, এই সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরো সুসংহত করবে এবং মানবাধিকার ও শরণার্থী সমস্যার ক্ষেত্রে জাতিসংঘের সমর্থন শক্তিশালী করবে।