ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আইন ও সালিশ কেন্দ্রের ইসরায়েলে হুথির ক্ষেপণাস্ত্র হামলা,অনাহারে গাজা আধুনিক হুমকি এআই,অস্ত্রের চেয়েও ভয়াবহ নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর,নীচু অঞ্চল প্লাবিত দীঘিনালায় আঞ্চলিক ০২ সশস্ত্র গ্রুপের গুলাগুলিতে নিহত ৪ কোন কিছুতেই নিয়ন্ত্রন নেই,চাঁদার পরিমান বেড়েছে, পুলিশেও কোনো পরিবর্তন হয়নি : মির্জা ফখরুল ফ্যাসিবাদ-আধিপত্যবাদের সাথে যুদ্ধ বাদ দিয়ে বিএনপির সঙ্গে যুদ্ধ : আব্দুস সালাম অ্যালামনাই বিশ্ববিদ্যালয়েরই একটি অংশ : দুদু ডিএনএ পরীক্ষার পর ফরিদপুরে দাফন করা হলো ছোট্ট রাইসাকে স্বাধীন জুম্মল্যান্ডের স্বপ্নে পাহাড়ে গড়ে উঠেছে অস্ত্রাগার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 35

ছবি: সংগৃহীত

 

ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আকস্মিকভাবে কয়েকটি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ভোরে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও নিউমার্কেট থানায় সরেজমিন পরিদর্শন করেন। এ সময় থানাগুলোর সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও জনসাধারণের সেবাপ্রাপ্তির বিষয়ে খোঁজ নেন তিনি।

পরিদর্শনকালে থানাগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি অপরাধ দমন, মামলার তদন্ত কার্যক্রম ও থানার সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে রাতের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পুলিশি টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টার এই আকস্মিক পরিদর্শনকে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। অপরাধ প্রবণতা হ্রাস এবং নগরবাসীর নিরাপত্তা জোরদার করতে প্রশাসন আরও সক্রিয় থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় জননিরাপত্তা রক্ষায় পুলিশের ভূমিকা আরও গতিশীল করতে সরকারের উচ্চপর্যায় থেকে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন

আপডেট সময় ১১:২৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

 

ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আকস্মিকভাবে কয়েকটি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ভোরে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও নিউমার্কেট থানায় সরেজমিন পরিদর্শন করেন। এ সময় থানাগুলোর সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও জনসাধারণের সেবাপ্রাপ্তির বিষয়ে খোঁজ নেন তিনি।

পরিদর্শনকালে থানাগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি অপরাধ দমন, মামলার তদন্ত কার্যক্রম ও থানার সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে রাতের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পুলিশি টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টার এই আকস্মিক পরিদর্শনকে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। অপরাধ প্রবণতা হ্রাস এবং নগরবাসীর নিরাপত্তা জোরদার করতে প্রশাসন আরও সক্রিয় থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় জননিরাপত্তা রক্ষায় পুলিশের ভূমিকা আরও গতিশীল করতে সরকারের উচ্চপর্যায় থেকে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলে জানা গেছে।