ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 50

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

মুশফিক লেখেন, “আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ার ঘোষণা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে দেশের হয়ে মাঠে নামার সময় সর্বদা শতভাগ দেয়ার চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, “গত কয়েক সপ্তাহ আমার জন্য কঠিন ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটি আমার ভাগ্য। আল্লাহর নির্দেশে সম্মান ও অপমানের পথ স্থির।”

নিজের ক্যারিয়ারে ১৯ বছর ধরে অসাধারণ অবদান রাখা মুশফিক তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “যাদের জন্য আমি ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা অশেষ।”

মুশফিক ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক করেন। তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ ছিল চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওয়ানডেতে তিনি ২৭৪ ম্যাচে ৭ হাজার ৭৯৫ রান করেন, যার মধ্যে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরির ইনিংস রয়েছে। ২০১৮ এশিয়া কাপে ১৪৪ রানের ইনিংসটি ছিল তার ক্যারিয়ার সেরা।

উইকেটরক্ষক হিসেবে ২৪৩টি ক্যাচ ও ৫৬টি স্টাম্পিংয়ের মাধ্যমে তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওয়ানডে থেকে বিদায়ের পর মুশফিক এখন শুধুমাত্র টেস্ট ক্রিকেটে মনোযোগ দেবেন।

নিউজটি শেয়ার করুন

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম

আপডেট সময় ১১:৪২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

 

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

মুশফিক লেখেন, “আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ার ঘোষণা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে দেশের হয়ে মাঠে নামার সময় সর্বদা শতভাগ দেয়ার চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, “গত কয়েক সপ্তাহ আমার জন্য কঠিন ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটি আমার ভাগ্য। আল্লাহর নির্দেশে সম্মান ও অপমানের পথ স্থির।”

নিজের ক্যারিয়ারে ১৯ বছর ধরে অসাধারণ অবদান রাখা মুশফিক তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “যাদের জন্য আমি ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা অশেষ।”

মুশফিক ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক করেন। তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ ছিল চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওয়ানডেতে তিনি ২৭৪ ম্যাচে ৭ হাজার ৭৯৫ রান করেন, যার মধ্যে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরির ইনিংস রয়েছে। ২০১৮ এশিয়া কাপে ১৪৪ রানের ইনিংসটি ছিল তার ক্যারিয়ার সেরা।

উইকেটরক্ষক হিসেবে ২৪৩টি ক্যাচ ও ৫৬টি স্টাম্পিংয়ের মাধ্যমে তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওয়ানডে থেকে বিদায়ের পর মুশফিক এখন শুধুমাত্র টেস্ট ক্রিকেটে মনোযোগ দেবেন।