০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 88

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

মুশফিক লেখেন, “আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ার ঘোষণা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে দেশের হয়ে মাঠে নামার সময় সর্বদা শতভাগ দেয়ার চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, “গত কয়েক সপ্তাহ আমার জন্য কঠিন ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটি আমার ভাগ্য। আল্লাহর নির্দেশে সম্মান ও অপমানের পথ স্থির।”

বিজ্ঞাপন

নিজের ক্যারিয়ারে ১৯ বছর ধরে অসাধারণ অবদান রাখা মুশফিক তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “যাদের জন্য আমি ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা অশেষ।”

মুশফিক ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক করেন। তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ ছিল চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওয়ানডেতে তিনি ২৭৪ ম্যাচে ৭ হাজার ৭৯৫ রান করেন, যার মধ্যে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরির ইনিংস রয়েছে। ২০১৮ এশিয়া কাপে ১৪৪ রানের ইনিংসটি ছিল তার ক্যারিয়ার সেরা।

উইকেটরক্ষক হিসেবে ২৪৩টি ক্যাচ ও ৫৬টি স্টাম্পিংয়ের মাধ্যমে তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওয়ানডে থেকে বিদায়ের পর মুশফিক এখন শুধুমাত্র টেস্ট ক্রিকেটে মনোযোগ দেবেন।

নিউজটি শেয়ার করুন

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম

আপডেট সময় ১১:৪২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

 

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

মুশফিক লেখেন, “আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ার ঘোষণা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে দেশের হয়ে মাঠে নামার সময় সর্বদা শতভাগ দেয়ার চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, “গত কয়েক সপ্তাহ আমার জন্য কঠিন ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটি আমার ভাগ্য। আল্লাহর নির্দেশে সম্মান ও অপমানের পথ স্থির।”

বিজ্ঞাপন

নিজের ক্যারিয়ারে ১৯ বছর ধরে অসাধারণ অবদান রাখা মুশফিক তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “যাদের জন্য আমি ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা অশেষ।”

মুশফিক ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক করেন। তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ ছিল চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওয়ানডেতে তিনি ২৭৪ ম্যাচে ৭ হাজার ৭৯৫ রান করেন, যার মধ্যে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরির ইনিংস রয়েছে। ২০১৮ এশিয়া কাপে ১৪৪ রানের ইনিংসটি ছিল তার ক্যারিয়ার সেরা।

উইকেটরক্ষক হিসেবে ২৪৩টি ক্যাচ ও ৫৬টি স্টাম্পিংয়ের মাধ্যমে তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওয়ানডে থেকে বিদায়ের পর মুশফিক এখন শুধুমাত্র টেস্ট ক্রিকেটে মনোযোগ দেবেন।