বাংলাদেশ পুলিশ
পুলিশ বাহিনীতে রদবদল: ৫৩ কর্মকর্তার পদায়ন, ১০৩ জনের পদক প্রত্যাহার
বাংলাদেশ পুলিশের ৫৩ কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন ও বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত জানানো হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এদিকে, সরকার ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দেওয়া ১০৩ জন পুলিশের বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) ও পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ পদক) প্রত্যাহার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।
পুলিশ সদস্যদের সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ ও অসাধারণ সেবার স্বীকৃতিস্বরূপ প্রতিবছর পুলিশ সপ্তাহে বিপিএম ও পিপিএম পদক প্রদান করা হয়। ১৯৭৬ সাল থেকে চালু হওয়া এ সম্মাননাগুলো পুলিশের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ। ১৯৯৯ সাল থেকে পুলিশ সদস্যদের উদ্ভাবনী কর্মকাণ্ড, অপরাধ দমন, সততা ও কর্তব্যনিষ্ঠার জন্য বিপিএম সেবা ও পিপিএম সেবা পদক দেওয়া হচ্ছে।
তবে এবার ১০৩ জন কর্মকর্তার পদক একসঙ্গে প্রত্যাহারের ঘটনা নজিরবিহীন। পুলিশের ইতিহাসে আগে কখনো এত সংখ্যক কর্মকর্তার পদক বাতিল করা হয়নি।
যাদের পদক প্রত্যাহার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন- সাবেক আইজিপি বেনজীর আহমেদ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, মো. শফিকুল ইসলাম, দেবদাস ভট্টাচার্য, খন্দকার গোলাম ফারুক, মো. মনিরুজ্জামান, মো. ইলিয়াছ শরীফ, হাবিবুর রহমানসহ আরও অনেকে।
এমন সিদ্ধান্তে পুলিশের বিভিন্ন পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে ন্যায়বিচারের প্রতিফলন বলছেন, আবার কেউ একে বাহিনীর মনোবলে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন। পুলিশ প্রশাসনের এই পরিবর্তন আইনশৃঙ্খলা রক্ষায় কী ধরনের প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।