০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া বার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 90

ছবি: সংগৃহীত

 

রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানার আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে, যাতে সবাই নিশ্চিন্তে ঘুমাতে পারে ও নিরাপদে চলাফেরা করতে পারে।”

বিজ্ঞাপন

তিনি জানান, রাজধানীর পরিস্থিতি নজরদারিতে রাখতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি টহল ও ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। উপদেষ্টা সতর্ক করে বলেন, ভোরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর শিথিলতা অপরাধীদের সক্রিয় হতে সুযোগ করে দেয়। এ বিষয়ে কড়া পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে, তবে অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।” এ সময় তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে গুলশান থানার এক এসআই ও কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। থানা পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং কর্তব্যরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি দায়িত্বপ্রাপ্তদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।

এছাড়া তিনি জিল্লুর রহমান ফ্লাইওভার ও কালশী মোড়ের চেকপোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরত সদস্যদের নির্দেশনা দেন। টেকনিক্যাল মোড় ও মিরপুর থানা মোড়ে সাধারণ জনগণের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত নেন। উপস্থিত জনতা সামগ্রিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।

উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে, চেকপোস্ট ও যৌথ অভিযান কার্যকরভাবে চলছে।” রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি আরও বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন। এ পরিদর্শন শেষে তিনি বারিধারার বাসভবনে ফিরে যান।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া বার্তা

আপডেট সময় ১১:২০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

 

রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানার আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে, যাতে সবাই নিশ্চিন্তে ঘুমাতে পারে ও নিরাপদে চলাফেরা করতে পারে।”

বিজ্ঞাপন

তিনি জানান, রাজধানীর পরিস্থিতি নজরদারিতে রাখতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি টহল ও ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। উপদেষ্টা সতর্ক করে বলেন, ভোরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর শিথিলতা অপরাধীদের সক্রিয় হতে সুযোগ করে দেয়। এ বিষয়ে কড়া পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে, তবে অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।” এ সময় তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে গুলশান থানার এক এসআই ও কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। থানা পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং কর্তব্যরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি দায়িত্বপ্রাপ্তদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।

এছাড়া তিনি জিল্লুর রহমান ফ্লাইওভার ও কালশী মোড়ের চেকপোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরত সদস্যদের নির্দেশনা দেন। টেকনিক্যাল মোড় ও মিরপুর থানা মোড়ে সাধারণ জনগণের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত নেন। উপস্থিত জনতা সামগ্রিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।

উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে, চেকপোস্ট ও যৌথ অভিযান কার্যকরভাবে চলছে।” রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি আরও বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন। এ পরিদর্শন শেষে তিনি বারিধারার বাসভবনে ফিরে যান।