০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

জাতীয় শহীদ সেনা দিবসে সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও তিন বাহিনী প্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 76

ছবি সংগৃহীত

 

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে, রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিন, সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানরা পাশাপাশি শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবির প্রতিনিধিরাও শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

শহীদ পরিবারের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়, যা অনুষ্ঠানের আবেগপ্রবণ মুহূর্ত সৃষ্টি করে। অনুষ্ঠানের শেষে, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এদিনটির গুরুত্ব বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে, কারণ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি, পিলখানায় বিদ্রোহের সময় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি এবার থেকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হবে।

প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারি, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। এ ঘোষণার মাধ্যমে, দেশের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য আত্মবলিদান করা শহীদদের প্রতি জাতির অমোঘ শ্রদ্ধা নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় শহীদ সেনা দিবসে সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও তিন বাহিনী প্রধান

আপডেট সময় ০২:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

 

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে, রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিন, সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানরা পাশাপাশি শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবির প্রতিনিধিরাও শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

শহীদ পরিবারের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়, যা অনুষ্ঠানের আবেগপ্রবণ মুহূর্ত সৃষ্টি করে। অনুষ্ঠানের শেষে, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এদিনটির গুরুত্ব বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে, কারণ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি, পিলখানায় বিদ্রোহের সময় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি এবার থেকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হবে।

প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারি, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। এ ঘোষণার মাধ্যমে, দেশের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য আত্মবলিদান করা শহীদদের প্রতি জাতির অমোঘ শ্রদ্ধা নিশ্চিত করা হয়েছে।