০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

বৈষম্যবিরোধীদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ: স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 101

ছবি সংগৃহীত

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এক নতুন ছাত্র সংগঠন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ এই সংগঠন গঠন করতে যাচ্ছে। সংগঠনের মূল স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ এবং এটি স্বতন্ত্রভাবে কাজ করবে, জানিয়েছে সংশ্লিষ্টরা।

নতুন সংগঠনের নেতৃত্বে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, যিনি কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন আব্দুল কাদের। সংগঠনটির কাঠামোতে আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং সংগঠক পদের ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আশরেফা খাতুন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবে থাকবেন রাফিয়া রেহনুমা হৃদি।

বিজ্ঞাপন

নতুন সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু শিক্ষাঙ্গন পরিবেশ নিশ্চিতকরণ এবং নিয়মিত ছাত্রদের নেতৃত্বে আনার লক্ষ্য নিয়ে কাজ করবে। নেতা নির্বাচনে সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর নির্ধারণ করা হয়েছে, এবং বিশ্ববিদ্যালয় কমিটিতে অনার্সে ভর্তির পর সর্বোচ্চ সাত বছর সদস্য বা পদ পাওয়ার সুযোগ থাকবে।

এছাড়া, নারীদের জন্য ‘কমফোর্ট পলিটিকস’ তৈরির বিষয়টি তাদের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

আব্দুল কাদের বলেন, “আমরা লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের সংগঠন কোন রাজনৈতিক দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন করবে না।”

 

নিউজটি শেয়ার করুন

বৈষম্যবিরোধীদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ: স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’

আপডেট সময় ০২:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এক নতুন ছাত্র সংগঠন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ এই সংগঠন গঠন করতে যাচ্ছে। সংগঠনের মূল স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ এবং এটি স্বতন্ত্রভাবে কাজ করবে, জানিয়েছে সংশ্লিষ্টরা।

নতুন সংগঠনের নেতৃত্বে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, যিনি কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন আব্দুল কাদের। সংগঠনটির কাঠামোতে আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং সংগঠক পদের ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আশরেফা খাতুন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবে থাকবেন রাফিয়া রেহনুমা হৃদি।

বিজ্ঞাপন

নতুন সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু শিক্ষাঙ্গন পরিবেশ নিশ্চিতকরণ এবং নিয়মিত ছাত্রদের নেতৃত্বে আনার লক্ষ্য নিয়ে কাজ করবে। নেতা নির্বাচনে সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর নির্ধারণ করা হয়েছে, এবং বিশ্ববিদ্যালয় কমিটিতে অনার্সে ভর্তির পর সর্বোচ্চ সাত বছর সদস্য বা পদ পাওয়ার সুযোগ থাকবে।

এছাড়া, নারীদের জন্য ‘কমফোর্ট পলিটিকস’ তৈরির বিষয়টি তাদের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

আব্দুল কাদের বলেন, “আমরা লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের সংগঠন কোন রাজনৈতিক দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন করবে না।”