ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের সামরিক শক্তি প্রদর্শনে শুরু হচ্ছে বৃহৎ মহড়া তাসমান সাগরে চীনের সামরিক মহড়া, উড়োজাহাজের রুট পরিবর্তন ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় হ্যাক: Bybit থেকে উধাও ১.৪৬ বিলিয়ন ডলার! রংপুরে সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সড়ক অবরোধ পেরুর শপিং সেন্টারে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪ সুনামগঞ্জে শিরনি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, ৩০ জন আহত পরিবেশ রক্ষাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: পরিবেশ উপদেষ্টা সুযোগ পেলে রাষ্ট্র পুনর্গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: তারেক রহমান তেঁতুল কাঠের ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেলের পুষ্টিগুণ, উপকারিতা ও চেনার উপায় ডিপিএলে ২০২৫ মৌসুমে নাম তুললেন সাকিব, তবে কি দেশে ফেরার ইঙ্গিত?

বৈষম্যবিরোধীদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ: স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এক নতুন ছাত্র সংগঠন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ এই সংগঠন গঠন করতে যাচ্ছে। সংগঠনের মূল স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ এবং এটি স্বতন্ত্রভাবে কাজ করবে, জানিয়েছে সংশ্লিষ্টরা।

নতুন সংগঠনের নেতৃত্বে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, যিনি কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন আব্দুল কাদের। সংগঠনটির কাঠামোতে আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং সংগঠক পদের ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আশরেফা খাতুন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবে থাকবেন রাফিয়া রেহনুমা হৃদি।

নতুন সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু শিক্ষাঙ্গন পরিবেশ নিশ্চিতকরণ এবং নিয়মিত ছাত্রদের নেতৃত্বে আনার লক্ষ্য নিয়ে কাজ করবে। নেতা নির্বাচনে সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর নির্ধারণ করা হয়েছে, এবং বিশ্ববিদ্যালয় কমিটিতে অনার্সে ভর্তির পর সর্বোচ্চ সাত বছর সদস্য বা পদ পাওয়ার সুযোগ থাকবে।

এছাড়া, নারীদের জন্য ‘কমফোর্ট পলিটিকস’ তৈরির বিষয়টি তাদের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

আব্দুল কাদের বলেন, “আমরা লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের সংগঠন কোন রাজনৈতিক দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন করবে না।”

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
৫০৯ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধীদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ: স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’

আপডেট সময় ০২:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এক নতুন ছাত্র সংগঠন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ এই সংগঠন গঠন করতে যাচ্ছে। সংগঠনের মূল স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ এবং এটি স্বতন্ত্রভাবে কাজ করবে, জানিয়েছে সংশ্লিষ্টরা।

নতুন সংগঠনের নেতৃত্বে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, যিনি কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন আব্দুল কাদের। সংগঠনটির কাঠামোতে আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং সংগঠক পদের ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আশরেফা খাতুন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবে থাকবেন রাফিয়া রেহনুমা হৃদি।

নতুন সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু শিক্ষাঙ্গন পরিবেশ নিশ্চিতকরণ এবং নিয়মিত ছাত্রদের নেতৃত্বে আনার লক্ষ্য নিয়ে কাজ করবে। নেতা নির্বাচনে সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর নির্ধারণ করা হয়েছে, এবং বিশ্ববিদ্যালয় কমিটিতে অনার্সে ভর্তির পর সর্বোচ্চ সাত বছর সদস্য বা পদ পাওয়ার সুযোগ থাকবে।

এছাড়া, নারীদের জন্য ‘কমফোর্ট পলিটিকস’ তৈরির বিষয়টি তাদের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

আব্দুল কাদের বলেন, “আমরা লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের সংগঠন কোন রাজনৈতিক দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন করবে না।”