চাকরিতে ফিরছেন আ. লীগের আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য

- আপডেট সময় ১০:৪৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৪২ বার পড়া হয়েছে
আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে আওয়ামী লীগ সরকারের মেয়াদে চাকরি হারানো ১,৫২২ জন পুলিশ সদস্য পুনরায় দায়িত্বে ফিরতে যাচ্ছেন।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, পূর্ববর্তী সরকারের সময় নানা কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মধ্যে ১,০২৫ জন কনস্টেবল, ৭৯ জন নায়েক, ১৮০ জন এএসআই/এটিএসআই, ২০০ জন এসআই/সার্জেন্ট/টিএসআই, ১০ জন ইন্সপেক্টর এবং ২৮ জন নন-পুলিশ সদস্য পুনর্বহালের জন্য আবেদন করেছিলেন।
চাকরি হারানো সদস্যদের আবেদনের পর্যালোচনায় গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়, যা সম্প্রতি সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। আপিল ট্রাইব্যুনালে জয়ী সদস্যদের পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্স।
তবে, যারা বিভাগীয় আপিল বা প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহাল আইনগত কারণে সম্ভব হয়নি। একইভাবে, যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি বা ফৌজদারি মামলা রয়েছে, তারাও পুনর্বহালের বিবেচনায় আসেননি।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, চাকরিচ্যুত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি, ভবিষ্যতে শৃঙ্খলা পরিপন্থী আচরণ এড়াতে পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।