গাজীপুরসহ সারা দেশে সন্ত্রাস দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু, জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গাজীপুরসহ সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাজীপুরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং দোষীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনী মাঠে নামবে।
অভিযানটি শনিবার থেকেই গাজীপুরসহ সারা দেশে শুরু হবে। এ বিষয়ে রবিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের গুঞ্জন ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তা প্রতিহত করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। ছাত্রলীগ, যুবলীগ ও স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ করেছেন আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহিম। এতে কমপক্ষে ২০ জন গুরুতর আহত হন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে।