এবারের বইমেলায় নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি: প্রধান উপদেষ্টা
বাংলা একাডেমি প্রাঙ্গণে ১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে অনুষ্ঠিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবারের বইমেলাকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘এই বইমেলা নতুন বাংলাদেশ গড়ার শপথের মঞ্চ হয়ে উঠেছে, যেখানে ২০২৫ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নতুন অর্থ বহন করছে।’’
ড. ইউনূস বলেন, ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের পর বাঙালির সংগ্রামের পথচলা সবসময়ই ছিল সাহসী ও কঠিন। জুলাইয়ের গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে জাতীয় ইতিহাসে স্থান পাবে। এই অভ্যুত্থান ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের ফলস্বরূপ স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে এবং এর মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার পথে আমরা এক মাইলফলক অতিক্রম করেছি।’’
তিনি আরও যোগ করেন, ‘‘বইমেলার এ বছরকের প্রতিপাদ্য নতুন প্রজন্মের আত্মত্যাগ ও সংগ্রামের অবদান। এই বইমেলা আমাদের প্রেরণা দেয়, নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে দৃঢ় প্রতিজ্ঞা করতে। বিশ্বব্যাপী আমাদের সাহসী তরুণরা নিজেদের ইতিহাস সৃষ্টি করেছে, এবং তাদের এই অবদান চিরকাল স্মরণীয় থাকবে।’’
এসময় ড. ইউনূস গভীর শ্রদ্ধার সঙ্গে শহিদদের স্মরণ করেন। তিনি বলেন, ‘‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের অবদান চিরকাল জাতির ইতিহাসে অম্লান থাকবে।’’
অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।