ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
মুলতানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬, আহত ৩১ শিক্ষার্থীদের সংঘর্ষ: পরিস্থিতি দ্রুত সমাধানের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার গ্রিনল্যান্ড কিনতে মরিয়া, গা*জা খালি করার চেষ্টায় ট্রাম্পের নতুন পরিকল্পনা তালেবান ও যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি কলম্বিয়ায় মার্কিন সামরিক উড়োজাহাজের অবতরণ ব্যাহত, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের হুমকি ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে বিধ্বস্ত করে গোলবন্যায় বার্সেলোনা চরমোনাই পীরের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্রের অব্যাহত অঙ্গীকার লণ্ডভণ্ড জাতীয় সংসদ ভবন, পুনর্গঠনে প্রয়োজন ৩০০ কোটি টাকা ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ২০

জাতীয়

২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ হবে আগামী মার্চে

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী নির্বাচনের জন্য একটি সঠিক এবং পূর্ণাঙ্গ ভোটার তালিকা অপরিহার্য। এই তালিকা নিয়ে কিছু অভিযোগ রয়েছে, যা সমাধান করতে হবে। তিনি জানান, ২ মার্চের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে, এবং এসব অভিযোগ দূর করতে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। 

তিনি আরও বলেন, “ভোটার তালিকা হালনাগাদে আমরা বিশেষ মনোযোগ দেব। ভুয়া ভোটার, মৃত ভোটার, বিদেশি নাগরিক এবং দ্বৈত ভোটারদের উপস্থিতি দূর করা হবে। এটি নিশ্চিত করার জন্যই ভোটার তালিকা পুনঃপরীক্ষা ও হালনাগাদ করা হচ্ছে।”

রোববার (২৬ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হলরুমে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন নির্বাচন কমিশনার। এ সময় তিনি জানান, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রথম শর্ত হল স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা। 

নির্বাচন কমিশনার আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি এমন নির্বাচন আয়োজন করা, যা প্রশ্নবিদ্ধ হবে না। তবে নির্বাচনের তারিখ নির্ধারণ নির্বাচন কমিশনের হাতে নয়। প্রধান উপদেষ্টা যে সময়সূচি ঘোষণা করেছেন, তার ভিত্তিতে ২০২৬ সালের প্রথমার্ধে যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ সময় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
৫০৫ বার পড়া হয়েছে

জাতীয়

২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ হবে আগামী মার্চে

আপডেট সময় ০৮:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী নির্বাচনের জন্য একটি সঠিক এবং পূর্ণাঙ্গ ভোটার তালিকা অপরিহার্য। এই তালিকা নিয়ে কিছু অভিযোগ রয়েছে, যা সমাধান করতে হবে। তিনি জানান, ২ মার্চের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে, এবং এসব অভিযোগ দূর করতে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। 

তিনি আরও বলেন, “ভোটার তালিকা হালনাগাদে আমরা বিশেষ মনোযোগ দেব। ভুয়া ভোটার, মৃত ভোটার, বিদেশি নাগরিক এবং দ্বৈত ভোটারদের উপস্থিতি দূর করা হবে। এটি নিশ্চিত করার জন্যই ভোটার তালিকা পুনঃপরীক্ষা ও হালনাগাদ করা হচ্ছে।”

রোববার (২৬ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হলরুমে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন নির্বাচন কমিশনার। এ সময় তিনি জানান, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রথম শর্ত হল স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা। 

নির্বাচন কমিশনার আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি এমন নির্বাচন আয়োজন করা, যা প্রশ্নবিদ্ধ হবে না। তবে নির্বাচনের তারিখ নির্ধারণ নির্বাচন কমিশনের হাতে নয়। প্রধান উপদেষ্টা যে সময়সূচি ঘোষণা করেছেন, তার ভিত্তিতে ২০২৬ সালের প্রথমার্ধে যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ সময় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।