অক্টোবরে টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের
- আপডেট সময় ০১:২৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 742
চলতি অক্টোবর মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী কর্মচারীরা চাইলে এই সুযোগটি নিতে পারেন। এর জন্য তাদের একদিনের ‘ঐচ্ছিক’ ছুটি ও একটি কর্মদিবসে সাধারণ ছুটি ম্যানেজ করতে হবে।
বছরের শুরুতেই সরকারি কর্মচারীদের জন্য সাধারণ, নির্বাহী আদেশে ও ধর্মীয় ভিত্তিতে ঐচ্ছিক ছুটির তালিকা নির্ধারণ করে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়ম অনুযায়ী, ঐচ্ছিক ছুটি নিতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়।
আসন্ন শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে আগামী সোমবার (২০ অক্টোবর) হিন্দু ধর্মাবলম্বী কর্মচারীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এর আগে শুক্রবার ও শনিবার (১৭ ও ১৮ অক্টোবর) সাপ্তাহিক ছুটি রয়েছে। কেউ যদি রবিবার (১৯ অক্টোবর) একদিনের সাধারণ ছুটি নেন, তবে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত টানা চার দিনের ছুটি ভোগ করা সম্ভব হবে।
এই সুবিধা শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য। যারা বাৎসরিক ছুটির তালিকায় মহালয়ার দিনটি অন্তর্ভুক্ত করেছেন এবং আগেই ঐচ্ছিক ছুটির অনুমোদন নিয়েছেন, তারাই এই ছুটি উপভোগ করতে পারবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, মুসলিম কর্মচারীরা পাঁচটি ধর্মীয় উৎসবে সর্বোচ্চ তিন দিন, হিন্দু কর্মচারীরা আটটি পর্বে নয় দিনের মধ্যে সর্বোচ্চ তিন দিন, খ্রিষ্টান কর্মচারীরা সাতটি পর্বে আট দিনের মধ্যে সর্বোচ্চ তিন দিন এবং বৌদ্ধ কর্মচারীরা ছয়টি পর্বে সাত দিনের মধ্যে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন।
সাপ্তাহিক বা সাধারণ ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি যুক্ত করে অনেক কর্মচারীই বছরের বিভিন্ন সময় দীর্ঘ ছুটির আনন্দ উপভোগ করে থাকেন।





















