শিরোনাম :
সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক: খাগড়াছড়ির অবস্থা ক্রমশ অবনতি

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৫:৩৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 116
খাগড়াছড়িতে পাহাড়ি স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনার পর সহিংস পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ ও থমথমে হয়ে আছে। আতঙ্কে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।
এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধকারীরা জেলার বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড বসিয়ে অবরোধ পালন করছেন।
তবে এখন পর্যন্ত কোনো নতুন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গতকাল রাস্তায় পিকেটারদের সক্রিয় দেখা গেলেও আজ রোববার পরিস্থিতি তুলনামূলক শান্ত, সড়কে তাদের উপস্থিতি চোখে পড়ছে না।
জেলা শহরসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত ৭ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।