০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা: বিকল পিকআপ ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 109

ছবি সংগৃহীত

 

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল থাকা একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। রবিবার ভোর পৌনে ছয়টার দিকে কুচিয়ামোড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৪৩)। আহতরা হলেন—রি‌থিকা আক্তার (২৫), নেহা আক্তার (২৬), মো. রাব্বি (২৬) ও মো. রানা (২৭)। তাঁরা ঢাকার বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রাজধানী থেকে প্রাইভেট কারে করে কয়েকজন মাওয়া বেড়াতে যান। রোববার ভোরে ঢাকা ফেরার পথে কুচিয়ামোড়া সেতু এলাকায় দাঁড়িয়ে থাকা মুরগিবাহী পিকআপে প্রাইভেট কারটি সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা পাঁচজনই গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

 

নিউজটি শেয়ার করুন

এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা: বিকল পিকআপ ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

আপডেট সময় ০৫:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

 

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল থাকা একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। রবিবার ভোর পৌনে ছয়টার দিকে কুচিয়ামোড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৪৩)। আহতরা হলেন—রি‌থিকা আক্তার (২৫), নেহা আক্তার (২৬), মো. রাব্বি (২৬) ও মো. রানা (২৭)। তাঁরা ঢাকার বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রাজধানী থেকে প্রাইভেট কারে করে কয়েকজন মাওয়া বেড়াতে যান। রোববার ভোরে ঢাকা ফেরার পথে কুচিয়ামোড়া সেতু এলাকায় দাঁড়িয়ে থাকা মুরগিবাহী পিকআপে প্রাইভেট কারটি সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা পাঁচজনই গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।