বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে বিএসএফ’র মারধর

- আপডেট সময় ০৭:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / 8
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে এক কৃষকদের মারধর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্তে এই ঘটনা ঘটেছে। ওই কৃষকের নাম আলী আকবর (৬০) ।
শনিবার (২৬ জুলাই) ভোরে স্থানীয় এক যুবক বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করেন এবং পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেন এবং হাত-পায়ে ক্ষতস্থানগুলোতে একাধিক সেলাই দেওয়া হয়। রোববার (২৭ জুলাই) দুপুরে আলী আকবরকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। বৃদ্ধ আলী আকবর দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মাজপাড়ার মৃত নুর ইসলামের ছেলে।
এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক নাজমুল হাসান বলেন, তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে তার পরিবারের মাধ্যমে জেনেছি। সীমান্তের কোন পিলার এবং কোন স্থানে ঘটনাটি ঘটেছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।